বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
দুই হলে নিরাপত্তা জোরদার

চবিতে ছাত্রলীগকে থামাতে পুলিশের গুলি টিয়ার শেল

চবিতে ছাত্রলীগকে থামাতে পুলিশের গুলি টিয়ার শেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। গতকাল বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ ঘটে। এর আগে এ মাসেই বগিভিত্তিক গ্রুপগুলোর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনায় ছাত্রাবাসগুলো বন্ধ করা হয়। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। শাহজালাল ও শাহ আমানত হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চবি সূত্রে জানা যায়, গতকাল দুপুরে চবির অগ্রণী ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো নিয়ে ভিএক্সের কর্মী চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনোয়ার ও সিক্সটি নাইনের কর্মী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হানের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রায়হান আনোয়ারকে থাপ্পড় দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ভিএক্স কর্মীরা চবির শাহজালাল হল এবং সিক্সটি নাইনের কর্মীরা শাহ আমানত হলে অস্ত্র  নিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল বলেন, কথা কাটাকাটি নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। তবে দুই গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক করে সমঝোতা করার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, বগিভিত্তিক সংগঠন ভিএক্স নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।

 

সর্বশেষ খবর