বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা

খালেদা জিয়ার লিভ টু আপিলের আদেশ রবিবার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপরে আদেশ পিছিয়েছে। এ বিষয়ে ৩০ নভেম্বর রবিবার আদেশ দেওয়া হবে। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন। গতকাল এ আপিলের ওপর আদেশ দেওয়ার কথা ছিল।
আবেদনের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিল সোমবার খারিজ করেন আপিল বিভাগের এই বেঞ্চ। ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক। এ মামলায় ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ২০১২ সালের ১৬ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টসহ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে ১৯ মার্চ অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ওই রিট খারিজ করলে তিনি আপিল বিভাগে যান।

 

সর্বশেষ খবর