রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

৭১-এ বিতর্কিত ভূমিকায় ফরিদপুর ছাড়েন মুসা

৭১-এ বিতর্কিত ভূমিকায় ফরিদপুর ছাড়েন মুসা

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকার কারণে দেশ স্বাধীনের পর ফরিদপুর ছেড়েছিলেন আলোচিত-সমালোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের। ’৭১-এ তার বিতর্কিত ভূমিকার খবর এর আগে জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল। বর্তমানে মুসা বিতর্কে সরকারের ভিতরেও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিতর্কিত এই ব্যবসায়ীকে নিয়ে বিস্ময় প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কারণ, ট্যাক্স প্রদানের ক্ষেত্রে মুসার অবস্থান কয়েক হাজার ব্যবসায়ীর পর। ট্যাক্স প্রদানে এই অবস্থানের পরও জনশক্তি রপ্তানি ছাড়া তার আর কোনো দৃশ্যমান ব্যবসা পায়নি এনবিআর। জানা যায়, ফরিদপুর শহরের গোয়ালচামট পুরান ট্রাকস্ট্যান্ডের পাশে তার একটি বাড়ি রয়েছে। বেশির ভাগ সময় ঢাকা ও দেশের বাইরে থাকার কারণে ফরিদপুরে তার তেমন একটা আসা-যাওয়া হয় না। সর্বশেষ তার মা মারা যাওয়ার পর তিনি ফরিদপুরের বাড়িতে এসেছিলেন। ‘তপোবন’ নামের সাদামাটা এ বাড়িটি এখন দেখভাল করেন তার ভাই আজম আমীর আলী। তার ভাইকে এলাকাবাসী ‘ভালো মানুষ’ বলেই জানে।

 

সর্বশেষ খবর