রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

রাজনীতিবিদদের সন্তান হত্যার হুমকি তালেবানের

তালেবান জঙ্গিদের দমনে পুরো মরিয়া এখন পাকিস্তান সরকার ও সেনাবাহিনী। এ অবস্থাতেও পিছু হটতে নারাজ তালেবান জঙ্গিরা। তারা এবার হত্যার হুমকি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবারসহ দেশটির রাজনীতিবিদ ও সেনাপ্রধানসহ সেনা কর্মকর্তার সন্তানদের। গতকাল টাইমস অব ইন্ডিয়ার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়েছে। গত পরশু পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে চিঠিটি আসে। চিঠিটি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মোহাম্মদ খোরাসানির লেখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চিঠির সত্যতা যাচাই করছে কর্তৃপক্ষ।  হুমকি দিয়ে টিটিপি আরও বলেছে, ‘পাকিস্তানি কর্তৃপক্ষকে হুঁশিয়ার করছি, যদি আমাদের কোনো সহযোদ্ধা ক্ষতির শিকার হন, তাহলে আমরা তোমাদের শিশুদের ওপর প্রতিশোধ নেব। সেনাবাহিনীর জেনারেল ও রাজনৈতিক নেতাদের ঘর শূন্য করে দেব।’ একই ধরনের হুমকি দিয়েছে পেশোয়ার স্কুল হামলার পরিকল্পনাকারী জঙ্গি কমান্ডার উমর মনসুর। দেশটির পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলে গত মঙ্গলবার টিটিপি জঙ্গিদের হত্যাযজ্ঞে ১৩২ শিশুসহ অন্তত ১৪১ জনের প্রাণহানি ঘটে। ওই হামলার পর তালেবান জঙ্গিবিরোধী অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। এদিকে এ ঘটনার পর পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে আলটিমেটাম দিয়ে আজকের মধ্যে তিন হাজার জঙ্গির ফাঁসি কার্যকর করতে হবে। শুক্রবার রাতে দুই জঙ্গির ফাঁসিও কার্যকর করা হয়। জঙ্গিবিরোধী অভিযানে শীর্ষ জঙ্গি নিহত : পাকিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যসহ অন্তত ২৯ জন নিহত হয়েছে। এর মধ্যে দারা আদমখেল তালেবানের শীর্ষ কমান্ডার মোস্তফা ওরফে মান্নান নিহত হয়েছে বলে পাকিস্তানের আইএসপিআর দাবি করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গতকাল সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে এসব হতাহতের এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, প্রথম ঘটনাটি ঘটে পেশোয়ার থেকে ৩০ কিলোমিটার উত্তরে মেচানি শহরে। জঙ্গিদের সন্দেহভাজন আস্তানায় হানা দিলে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময় হয়। এতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর দুই সদস্য নিহত হন। এ ঘটনায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) দুই জঙ্গিও নিহত হয়েছে বলে দাবি পুলিশের। অন্য ঘটনাটি ঘটেছে পেশোয়ার থেকে প্রায় ১৬ মাইল দক্ষিণে গুজ্জার গাদি এলাকায়। সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযানে টিটিপির শীর্ষ এক কমান্ডারসহ পাঁচ জঙ্গি নিহত হয়েছে। এ ছাড়া খাইবারে বিমান হামলায় নিহত হয়েছে সন্দেহভাজন আরও অন্তত ২০ জঙ্গি। জঙ্গি দমনে একসঙ্গে কাজ করবে পাকিস্তান ও আফগানিস্তান : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ গতকাল বলেছেন আফগান ও পাকিস্তান সীমান্তে জঙ্গি দমনে একসঙ্গে কাজ করবে। এ নিয়ে চুক্তিও সম্পন্ন হয়েছে। এএফপি, বিবিসি, ডন, টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর