সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

এমপিদের সুপ্রিমকোর্টে প্র্যাকটিস বন্ধে রিট

সংসদ সদস্য হওয়ার পর সুপ্রিমকোর্টের আইনজীবীদের হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছে। গতকাল সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিট আবেদনে আইন সচিবসহ চারজনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনকারী ইউনুস বলেন, সংবিধানের ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী এমপি পদ একটি লাভজনক পদ। বার কাউন্সিল রুলস-৮ এ বলা হয়েছে, সংসদ সদস্য থাকাকালে প্র্যাকটিস করা যাবে না। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে। এ জন্য মামলা পরিচালনা করার ক্ষেত্রে সংসদ সদস্যদের ক্ষমতা দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে রিটটি করা হয়েছে।

 

সর্বশেষ খবর