শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
গায়ে হলুদে এসিড নিক্ষেপ

দুজনের অবস্থা আশঙ্কাজনক, আটক ২

শরীয়তপুরে গায়ে হলুদের অনুষ্ঠানে ছোড়া এসিডে দগ্ধ হয়ে বরসহ পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। দগ্ধরা হলেন বর সেলিম সরকার (২৮), তার ভাতিজি শাহিনা আক্তার (২৫), তহুরা বেগম (১৯), বোনের ছেলে সিয়াম (৬) ও মেয়ে রাবেয়া (৮)। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে সেলিম ও রাবেয়ার অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গত বুধবার রাত ১২টার দিকে সখিপুর থানার কালা মিয়া সরকারকান্দি গ্রামে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এদিকে এসিড নিক্ষেপের ঘটনায় গতকাল শরীয়তপুরের সখিপুর থানায় মামলা হয়েছে। এসিডদগ্ধ সেলিমের ভাই ইউনুস সরকার বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। গতকাল সন্ধ্যায় মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন তুহিন (২০) ও সাদ্দাম (২২)।

সখিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সমির সরকার বলেন, বুধবার রাতে সখিপুরের উত্তর তারাবুনিয়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে বরের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় গতকাল এসিড নিয়ন্ত্রণ আইনে চারজনকে আসামি করে মামলা হয়েছে। এসিডদগ্ধ সেলিম সরকারের ভাই ইউনুস সরকার মামলাটি দায়ের করেন। পরে সন্ধ্যায় গোসাইরহাটের মনপুরা গ্রামের নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে তুহিন ও চরকুমারিয়া গ্রামের মান্নান বেপারীর ছেলে সাদ্দাম বেপারীকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বাকি দুইজনের নাম গোপন রাখা হচ্ছে।

সর্বশেষ খবর