শিরোনাম
শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

২০১৫ হবে গণতন্ত্র মুক্তির বছর

বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ২০১৫ সাল হবে গণতন্ত্রের মুক্তির বছর। এ সরকারকে হটাতে দেশপ্রেমিক গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘বিগত বছরের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, আবদুর রউফ মান্নান প্রমুখ বক্তব্য দেন।
বি. চৌধুরী আরও বলেন, মানুষ একটি দিনের জন্য অপেক্ষা করে হাসিমুখে ভোট দেওয়ার জন্য। কিন্তু বর্তমান সরকার ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন করে জনগণের ভোট দেওয়ার অধিকার হরণ করেছে। ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে জাতীয় সংসদ এবং একটি ‘মাইনোরিটি সরকার’ গঠন করা হয়েছে। তিনি বর্তমান সরকারকে ‘জালিম’ আখ্যায়িত করে বলেন, ২০১৫ সাল হবে এই জালিম সরকারের হাত থেকে দেশের মানুষের মুক্তির বছর।
দেশ ও গণতন্ত্র রক্ষায় সরকারকে হটাতে সবাইকে এক জোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

সর্বশেষ খবর