শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সাত দফা হলো পিছুটানের কর্মসূচি

সাত দফা হলো পিছুটানের কর্মসূচি

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাত দফা কর্মসূচি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তিনি বুঝতে পেরেছেন জ্বালাও-পোড়াও কর্মসূচি দিয়ে লাভবান হবেন না। তাই তিনি সাত দফা কর্মসূচি দিয়ে মর্যাদা রক্ষা করতে চাইছেন। এই সাত দফা কর্মসূচি হলো পিছুটানের কর্মসূচি। গতকাল দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের চার দশকপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, আগামী ২০১৯ সালের আগে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই। গত জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি না এসে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়েছেন। কিন্তু জনগণ তা গ্রহণ করেনি। আমরা অতীতে বারবার সংলাপের আহ্বান জানিয়েছি, তিনি সাড়া দেননি। আমি মনে করি, তাকে চারটি বছর অপেক্ষা করতে হবে। আগামী ২০১৯ সালের ৩১ জানুয়ারি আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। সেই সময় হয়তো সংলাপ হতে পারে।
চার দশকপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগ ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। অনুষ্ঠানে রসায়ন শিক্ষায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. কালিপদ কুণ্ডু, অধ্যাপক ড. কাজী আলী আজম, অধ্যাপক ড. আবুল হাশেম, অধ্যাপক ড. আবদুল হাই, অধ্যাপক ড. রবিউল ইসলাম এবং প্রাক্তন ছাত্র নূর উদ্দিন ও ড. মো. আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে সকাল ১০টায় বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি বিভাগ থেকে শুরু হয়ে শহীদ মিনার ঘুরে আবার বিভাগে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ছাত্র-শিক্ষকদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সর্বশেষ খবর