রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

শপথ নিলেন প্রধান বিচারপতি

শপথ নিলেন প্রধান বিচারপতি

বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে সুরেন্দ্র কুমার সিনহা শপথ গ্রহণ করেছেন। তিনি এস কে সিনহা নামেই সমধিক পরিচিত। গতকাল বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ পড়ান। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গতকাল থেকে প্রধান বিচারপতি পদে এস কে সিনহার নিয়োগ কার্যকর হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১২ জানুয়ারি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতি হিসেবে এস কে সিনহাকে নিয়োগ দেন। আইন মন্ত্রণালয় ১২ জানুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক, সদ্য সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরে এস কে সিনহার জন্ম ১৯৫১ সালের ১ ফেব্র“য়ারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস কে সিনহা ১৯৭৪ সালে সিলেট বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। হাইকোর্টে বিচারপতি হিসেবে ১৯৯৯ সালের ২৪ অক্টোবর নিয়োগ পাওয়ার পর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০৯ সালের ১৬ জুলাই।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি সংবর্ধনা দেবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তবে সদ্য সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে আইনজীবী সমিতি বিদায় সংবর্ধনা দেয়নি। সাভার প্রতিনিধি জানান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকাল বিকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান বিচারপতি শহীদদের প্রতি সম্মান জানিয়ে সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা তার সঙ্গে ছিলেন।-নিজস্ব প্রতিবেদক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর