রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

জিএসপির জন্য আরও কাজ করতে হবে : যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে হলে বাংলাদেশকে শ্রমিক অধিকার রক্ষায় আরও অগ্রগতি অর্জন করতে হবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধির দফতর ইউএসটিআর।  গতকাল সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে এ ধরনের বার্তা দেওয়া হয়। বার্তায় ইউএসটিআরের প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান বলেন, সরকারের উচিত যত দ্রুত সম্ভব দেশের সব পোশাক কারখানার পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করা, যাতে ২০১২ ও ২০১৩ সালের মতো মর্মান্তিক ঘটনা আর না ঘটে। বার্তায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা জোরদার এবং শ্রমিক অধিকার কর্মীদের নির্যাতন ও তাদের প্রতি সহিংসতার খবরের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, ২০১২ সালে তাজরিন ফ্যাশনস নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানি ঘটে। এর রেশ কাটতে না কাটতে পরের বছর ২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে সহস াধিক শ্রমিকের মৃত্যু ঘটে, যা আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের শ্রম পরিবেশকে প্রশ্নের মুখে ফেলে দেয়। এর জের ধরে ওই বছরের জুলাই মাসে বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধা স্থগিত করে ওবামা প্রশাসন। পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শ্রম পরিবেশ উন্নয়নে ১৬টি শর্ত দিয়ে বলা হয়, এসব শর্ত পূরণ করতে পারলে জিএসপি সুবিধা পুনর্বহালের বিষয়টি বিবেচনা করবে তারা।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর