রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

শোকের মাঝেও হরতাল অবরোধ অব্যাহত

শোকের মাঝেও হরতাল অবরোধ অব্যাহত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যুতেও ২০-দলীয় জোটের কর্মসূচির কোনো পরিবর্তন হবে না। চলমান অবরোধের মধ্যে ৩৬ ঘণ্টার হরতালও চলবে। আজ সকাল ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ ও হরতাল কর্মসূচিতে সংবাদপত্র, সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, হাসপাতাল আওতামুক্ত রাখা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাংবাদিকদের বলেন, ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ-হরতাল কর্মসূচি চালিয়ে যেতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। গুলশানের কার্যালয়ে আরাফাতের জন্য বিশেষ মোনাজাতের পর রফিকুল ইসলাম মিয়া গতকাল সন্ধ্যায় সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্যে এ কথা জানান। তিনি বলেন, ‘আরাফাত রহমান কোকোর জন্য আপনারা যে যেখানে অবস্থান করছেন, সেখান থেকে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। ম্যাডাম আপনাদের সবার কাছে এই অনুরোধ রেখেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে যে কর্মসূচি চলছে, তা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্যও তিনি (খালেদা জিয়া) দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।’ রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘আরাফাত রহমান কোকোর জন্য যারা সমবেদনা ও দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগম জিয়া।’ বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, আরাফাতের মরদেহ দেশে আনা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। একই কথা বলেন ২০ দলের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি সাংবাদিকদের জানান, কোকোর মৃত্যুতে জোটের অবরোধ-হরতাল কর্মসূচিতে কোনো প্রভাব ফেলবে না। এদিকে রুহুল কবির রিজভীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়- বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র ও বিএনপিসহ ২০-দলীয় জোটের ১০ হাজার নেতা-কর্মী গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০-দলীয় জোটের সব পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ৩৬ ঘণ্টার ‘শান্তিপূর্ণ’ হরতাল পালনের আহ্বান জানিয়েছেন রিজভী।

সর্বশেষ খবর