রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা
হরতাল শুরু ৭২ ঘণ্টার

পেট্রলবোমায় আরও একজন নিহত

পেট্রলবোমায় আরও একজন নিহত

সারা দেশে লাগাতার অবরোধের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি আজ ভোর ৬টায় থেকে শুরু হয়ে শেষ হবে আগামী ৪ ফেব্রুয়ারি ভোর ৬টায়। শুক্রবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচির ঘোষণা দেন। অবরোধ ও হরতাল কর্মসূচিতে সংবাদপত্র, সংবাদপত্রের গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, হাসপাতাল আওতামুক্ত রাখা হয়েছে। এদিকে সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমায় একজন নিহত ও পাঁচজন দগ্ধ হয়েছেন। ফেনীতে হিউম্যান হলারে পেট্রলবোমা নিক্ষেপ করলে দগ্ধ হন চালক। খুলনা মহানগর পুলিশের সদর দপ্তরে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন দুই সাংবাদিক। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে গতকাল বিদ্যুৎ অফিসে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের কালুরঘাট বিদ্যুৎকেন্দ্রে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। একই জেলার আগ্রাবাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ ও বগুড়ায় বিদ্যুৎকেন্দ্রে ককটেল হামলা চালিয়েছে নাশকতাকারীরা। অনেক জায়গায় পুলিশকে লক্ষ্য করে চালানো হয়েছে ককটেল হামলা। আহত হয়েছেন ১০ জনেরও বেশি পুলিশ। এ ছাড়া রাজধানী ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, সাভার, পিরোজপুরে যানবাহনে আগুন দিয়েছে অবরোধকারীরা। দেশের নানা জেলায় বিচ্ছিন্নভাবে ভাঙচুর চালানো হয়েছে যানবাহনে। ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধে গতকাল দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। নাশকতার আশঙ্কায় বিভিন্ন স্থান থেকে যৌথবাহিনী আটক করেছে তিন শতাধিক ব্যক্তিকে। প্রতিনিধিদের পাঠানো খবর- সিরাজগঞ্জ : জেলা বিদ্যুৎ অফিস লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে অবরোধ সমর্থকরা। অন্যদিকে পিকেটারদের ছোড়া পেট্রলবোমায় সিএনজি অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে চালকসহ দগ্ধ হয়েছেন পাঁচজন। দগ্ধদের মধ্যে তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা সড়কের শহরের রামগাতি এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা : মহানগর পুলিশের সদর দপ্তরে গতকাল রাতে বোমা হামলা হয়েছে। হামলাকারীরা পরপর দুটি বোমা সদর দপ্তরের তৃতীয় তলার পুলিশ কমিশনারের অফিস-কক্ষের সামনের ছাদে নিক্ষেপ করলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। চট্টগ্রাম : পুলিশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ককটেল নিক্ষেপের ঘটনায় চার পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। নগরীর কোতোয়ালি থানাধীন চন্দনপুরা এলাকায় গতকাল অবরোধকারীদের ছোড়া ককটেলে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে কাল নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। অন্যদিকে একই দিন কালুরঘাট বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করেছে অবরোধকারীরা। বগুড়া : জেলা শহরের টেম্পল রোডের বিদ্যুৎ অফিসের প্রধান ফটকের সামনে গতকাল সন্ধ্যায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা। ঢাকা : টানা অবরোধের মধ্যে সাপ্তাহিক ছুটির দিনে পুরান ঢাকার আদালতপাড়ায় একটি বাস পুড়িয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকাল সোয়া ১০টার দিকে জনসন রোডে ৭ নম্বর রুটের একটি বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানায়। ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে ওই বাসটিতে আগুন দেওয়ার খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তা নেভায়। তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বরে গতকাল রাত ৮টায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হলে জাহিদ ও শরীফ জামান নামে টেলিভিশনের দুই সাংবাদিক আহত হন। এ ছাড়া ব্যক্তিগত আক্রোশের জের ধরে স্যার এ এফ রহমান হলের ও বিজয় একাত্তর হলের এক ছাত্রলীগ কর্মী ও অন্য এক শিক্ষার্থীকে শিবির অপবাদ দিয়ে মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বিকেলে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক এস এম সনেটের নেতৃত্বে সোহাগ মিয়াকে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করা হয়। জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোহাম্মদ আলী বাজারের পাশে গতকাল রাত ৮টার দিকে দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী হিউম্যান হলারে পেট্রলবোমা নিক্ষেপ করে। পিরোজপুর : শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রাত সোয়া ৯টায় থেমে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সাভার : সাভারে গতকাল রাত পৌনে ৯টায় একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরেছে হরতাল সমর্থকরা। ময়মনসিংহ : হরতালের সমর্থনে ২০-দলীয় জোটের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ায় গতকাল সন্ধ্যায় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সিলেট : নগরীর সোবহানীঘাটে গতকাল বিকালে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে চালকসহ চারজন আহত হন। টঙ্গী : ২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় টঙ্গী চেরাগ আলী এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে সমর্থনকারীরা। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :  টানা অবরোধে রূপগঞ্জে গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। লক্ষ্মীপুর : সদরের বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজারে সিমেন্টবোঝাই ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগসহ গতকাল জেলার বিভিন্ন স্থানে আরও পাঁচটি  যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা। চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুর উপজেলার সোলেমান ডিগ্রি কলেজের সামনে গতকাল একটি বরইবোঝাই ট্রাকে আগুন দিয়েছে হরতালকারীরা। রাজশাহী : হরতাল ও অবরোধের সমর্থনে গতকাল সকালে নগরীর রাজারহাতা এলাকায় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে শিবির কর্মীরা।

সর্বশেষ খবর