শিরোনাম
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রিমান্ডে মান্নাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ

রিমান্ডে মান্নাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে প্রশ্ন করা হয়েছে, ফোনালাপে অজ্ঞাত ‘সেই লোকটা কে?’ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ধরনের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সোমবার গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ডিবি সূত্র জানায়, রিমান্ডের প্রথম দিনে মান্নার কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আদায় করা সম্ভব হয়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মান্নার সঙ্গে কথোপকথনের অন্য প্রান্তের অজ্ঞাত ব্যক্তিকে নিয়েই প্রশ্ন অব্যাহত রেখেছেন তদন্তসংশ্লিষ্টরা। সোমবার ভোররাতে বনানী থেকে গোয়েন্দা পরিচয়ে মান্নাকে তুলে নেওয়া হয়। পরে মঙ্গলবার রাত ১১টার দিকে ধানমন্ডি স্টার কাবাবের গলি থেকে তাকে গ্রেফতারের দাাবি করে র‌্যাব। ওই রাতেই মান্নার বিরুদ্ধে সেনা সদস্যদের বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে গুলশান থানায় মামলা হয়। বুধবারই মান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার জন্য মান্নাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে মান্নার স্ত্রী মেহের নিগার জানান, মান্না দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। এ ছাড়া তার চোখেও সমস্যা রয়েছে। তিনি বলেন, ‘ডিবির কর্মকর্তাদের পরামর্শে আজ (গতকাল) চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধপত্র ডিবির গেটে রেখে এসেছি।’

সর্বশেষ খবর