শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সন্দেহের তীর সেই ফারাবির দিকে

সন্দেহের তীর সেই ফারাবির দিকে

লেখক ও মৌলবাদবিরোধী বাংলা ব্লগ ‘মুক্তমনা’র প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতায় অভিযোগের তীর সেই জঙ্গি ফারাবি সাফিউর রহমানের দিকে। কারণ ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে অভিজিৎকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব হারানো এই জঙ্গি। ফারাবি সাফিউর রহমান ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে তার ফেসবুকে লেখেন- ‘অভিজিৎ রায় আমেরিকায় থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব নয়। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।’ তিন-চার বছর ধরেই বাংলা ব্লগে অভিজিৎকে প্রকাশ্যে হুমকি দিয়ে আসছিলেন ফারাবি। অনলাইনে প্রচারিত ব্লগারদের হিটলিস্টেও রাখা হয়েছিল অভিজিৎকে। অন্যদিকে আনসার বাংলা-৭ নামের যে জঙ্গি গ্রুপটি হত্যার দায় স্বীকার করে বার্তা প্রচার করেছে, তারাও তিন-চার বছর ধরে অভিজিৎকে ‘ভিআইপি টার্গেট’ হিসেবে রাখার কথা জানিয়েছে। এসব দিক বিবেচনায় নিয়ে জঙ্গি ফারাবিকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ।
জানা যায়, অনলাইনে উগ্রবাদের অন্যতম প্রচারক ফারাবির বাবার নাম ফেরদৌসুর রহমান (মৃত)। মা উম্মে সালমা শেলী। স্থায়ী ঠিকানা : রহমান ভিলা, কুমারশীল মোড়, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন তিনি, কিন্তু উপর্যুপরি ফেল করে ছাত্রত্ব হারান। প্রথম ২০১০ সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের কর্মী হিসেবে গ্রেফতার হয়েছিলেন সিলেটে। কিছু দিন কারাবাসের পর জামিনে বেরিয়ে আসা ফারাবি ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি ফের গ্রেফতার হন নিহত ব্লগার রাজীব হায়দারের নামাজে জানাজার ইমামকে কুপিয়ে হত্যার হুমকি দিয়ে। সে বছর ১৫ ফেব্রুয়ারি রাজীব হায়দার খুন হওয়ার পরদিন ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে সাফিউর রহমান ফারাবি ফেসবুক স্ট্যাটাসে লেখেন- ‘যেই ইমাম থাবা বাবার (রাজীব) জানাজা পড়াবে, সেই ইমামকেও হত্যা করা হবে। জানাজার নামাজ হচ্ছে মুসলমানদের জন্য। কোনো নাস্তিক-মুরতাদ, যে সারা জীবন আল্লাহ ও তার রসুল (সা.)-কে গালিগালাজ করেছে, তার কখনো জানাজা হতে পারে না।’ পরে ২১ আগস্ট উচ্চ আদালতের অস্থায়ী জামিনে মুক্ত হয়ে আবার ধর্মবিদ্বেষ ছড়ান তিনি। এবার কুপিয়ে হত্যার হুমকি দেন অনলাইনে বই বিক্রির প্রতিষ্ঠান ‘রকমারি ডটকম’ এবং মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে। কয়েকটি ব্লগ-পাল্টা ব্লগ লেখার পরই এই মৃত্যুর হুমকি দেন ফারাবি। তখন অর্থাৎ গত বছর ৫ ফেব্রুয়ারি প্রথম অভিজিৎ রায়ের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী প্রচারের অভিযোগ তুলে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। যদিও অভিজিৎ রায় পাল্টা ব্লগে সেই ফারাবির অভিযোগকে মিথ্যা বলে জানান। সর্বশেষ চলতি মাসের ১৮ তারিখে রাজীব হায়দারের মৃত্যু দিবসে মুক্তমনা ব্লগারদের তীব্র কটাক্ষ করেন ফারাবি। জামিনে থাকলেও আচরণ নিয়ন্ত্রণ করেননি ফারাবি। এ সময়ে বিভিন্ন ব্যক্তিকে মৃত্যুর হুমকি দেওয়ার পাশাপাশি নারীদের সঙ্গেও অসভ্য আচরণ করেছেন ফেসবুক ও ব্লগে। নারী ব্লগারদের সঙ্গে অসদাচরণের জন্য একটি জাতীয় দৈনিকের ব্লগে ফারাবিকে নিষিদ্ধও করা হয়।

 

সর্বশেষ খবর