সোমবার, ২ মার্চ, ২০১৫ ০০:০০ টা
জিজ্ঞাসাবাদে মান্না

বিএনপি কানেকশন সিটি নির্বাচনের জন্য

বিএনপি কানেকশন সিটি নির্বাচনের জন্য

সিটি নির্বাচনে মেয়র হিসেবে জয়ী হতে আমার বিএনপিকে প্রয়োজন। আর এ কারণেই বিএনপির সঙ্গে কানেকশনের দরকার ছিল। আর এই কানেকশন করতেই সাদেক হোসেন খোকার সঙ্গে যোগাযোগ রাখি। তিনিও আমাকে সরাসরি না হলেও বিভিন্নভাবে আশ্বাস দিয়েছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জেরার মুখে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তার ফোনালাপ নিয়ে এমন নানা তথ্য দিয়েছেন। গোয়েন্দা সূত্রের মতে, মান্না বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করেছেন মান্না। আর এই চেষ্টা করেছেন খোকার মাধ্যমে। সাদেক হোসেন খোকার কাছে মান্না অনুরোধ করেছেন, বেগম জিয়ার কাছে তার কথা বলতে। বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে কথোপকথনে সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় ডিবি পুলিশ মাহমুদুর রহমান মান্নাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। গতকাল ছিল রিমান্ডের চতুর্থ দিন। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, তথ্য দিতে ভীষণ হিসাবি মান্না। প্রথম দিন তাকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা আগেই বলে দিয়েছেন বলে উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এরপরও বিভিন্ন কৌশলে তার কাছ থেকে নানা তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, মান্নার সঙ্গে বিএনপির বেশ কয়েকজন নেতার যোগাযোগ ছিল। তাদের নামও ফাঁস করেছেন মান্না। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগেরও কয়েকজন নেতার সঙ্গে মাঝেমধ্যে যোগাযোগ ছিল তার। তবে অবরোধ শুরুর পর থেকে সেসব নেতাদের সঙ্গে যোগাযোগ কমে যায়। সূত্র জানায়, মান্না সিটি নির্বাচনকে সামনে রেখেই ব্যাপক তৎপরতা শুরু করেন। আর এ জন্য বিএনপির সঙ্গে কানেকশন বাড়িয়ে দেন। খোকা ছাড়াও বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন। ভাইবার ছাড়াও মোবাইল ফোনেও তিনি কথা বলতেন। শুধু সিটি নির্বাচনই নয়, মান্নার ইচ্ছা ছিল আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগদান করে বগুড়া থেকে নির্বাচন করা। সূত্র জানায়, মান্না স্বীকার করেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আবারও গিয়ে দেখা করার পরিকল্পনাও ছিল তার। প্রয়োজনে তিনি পুনরায় ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। এসব স্বীকার করেছেন পুলিশি জিজ্ঞাসাবাদে। সূত্র জানায়, মাহমুদুর রহমান মান্নার এক ভাই জামায়াতঘেঁষা ‘থিংক ট্যাংক’। ফলে অনেক প্রশ্নের জবাব খোঁজার  চেষ্টা চলছে পুলিশের পক্ষ থেকে।

সর্বশেষ খবর