বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা

দগ্ধ আরও ২১, ঢাকায় ১৪ দলের সমাবেশে বোমা

* অবরোধ হরতালের দুই মাসে মৃত্যু ১১৫ * ক্ষতি ১ লাখ ৬০ হাজার কোটি টাকা

দগ্ধ আরও ২১, ঢাকায় ১৪ দলের সমাবেশে বোমা

হাজারীবাগে ১৪ দলের সমাবেশে ককটেল হামলায় আহত দুই আওয়ামী লীগ কর্মী -বাংলাদেশ প্রতিদিন

তিন জেলায় গাড়িতে পেট্রলবোমায় দগ্ধ হলেন আরও ২১ জন। রাজধানীতে ১৪ দলের নাশকতাবিরোধী সমাবেশেই চালানো হয়েছে বোমা হামলা। বিএনপি জোটের ডাকা অবরোধের দুই মাস আজ। এ সময়ে অন্তত ১১৫ জন সহিংসতার বলি হয়েছেন। অর্থনৈতিক ক্ষতি হয়েছে কমপক্ষে ১ লাখ ৬০ হাজার কোটি টাকার। দেশের বিভিন্ন স্থানে গতকালও চলেছে সহিংসতা। রাজধানীর হাজারীবাগে নাশকতাবিরোধী সমাবেশে পর পর তিনটি বোমা বিস্ফোরিত হলে স্থানীয় এমপি ফজলে নূর তাপস ও আওয়ামী লীগের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ আহত হয়েছেন ছয়জন। এ ছাড়া যাত্রাবাড়ী ও উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে পিকেটাররা। এদিকে চট্টগ্রামে সিএনজি অটোরিকশায় পেট্রলবোমা হামলায় চালকসহ তিন যাত্রী দগ্ধ হয়েছেন। কিশোরগঞ্জে বাসে পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন ১৫ জন। চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে পেট্রলবোমায় চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে এক আওয়ামী লীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোনামসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ১০টি ট্রাক। লক্ষ্মীপুরে আগুন দেওয়া হয়েছে ভূমি অফিসে। সিরাজগঞ্জে বিএনপি-যুবদলের মিছিল থেকে ভাঙচুর করা হয়েছে ট্রাক ও সিএনজি অটোরিকশা। দিনাজপুরে ট্রাকে আগুন দেওয়ার সময় এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে মঙ্গলবার রাত থেকে গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট গত ৫ জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয়। ফাঁকে ফাঁকে চলছে হরতালও।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- ঢাকা : রাজধানীতে ১৪ দলের নাশকতাবিরোধী সমাবেশে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। অবরোধ-হরতালের মধ্যে গতকাল হাজারীবাগে নাশকতাবিরোধী এ সমাবেশে পর পর তিনটি বোমা বিস্ফোরিত হলে এমপি ফজলে নূর তাপসসহ ছয়জন আহত হয়েছেন। বেলা ৩টার দিকে হাজারীবাগে শিশুপার্ক মাঠে ১৪ দলের উদ্যোগে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ চলছিল। এতে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ফজলে নূর তাপস। হঠাৎ দুর্বৃত্তরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বোমার স্পি­ন্টারে পায়ে আঘাত পান এমপি তাপস। এ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, এমপির পিএস নসরুল হাসান সজীব, হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোক্তার হোসেন, রিয়াজ আহম্মেদ ও সেলিম আহত হন। আহত এমপি তাপসকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, সেলিমের কোমরে এবং মোক্তার ও রিয়াজের পায়ে স্পি­ন্টার বিদ্ধ হয়েছে। সমাবেশস্থলে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানের পাশে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। কারা এ নাশকতা চালিয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওসি। এদিকে সকাল ৯টার দিকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অ্যাটেনডেন্স এনায়েত হোসেন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলা সোয়া ১২টার দিকে বকশীবাজার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তৃতীয় বিশেষ জজ আদালতের পাশে একটি হোটেলের সামনে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুটি মামলার শুনানি চলছিল। ককটেল বিস্ফোরণের পর পর এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর শান্তিনগর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময় উত্তরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কিশোগঞ্জ : গত রাত ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ সড়কে সুলতানপুরে বাসে পেট্রলবোমা মারে দুর্বৃত্তরা। এতে ১৫ যাত্রী দগ্ধ হন। সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে গতকাল সন্ধ্যা ৭টার দিকে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম : হাটহাজারীর চারিয়া এলাকায় গত রাত ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে চালকসহ তিন যাত্রী দগ্ধ হন। চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল এলাকায় গত রাত সাড়ে ১১টায় আলুবোঝাই ট্রাকে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে চালক, হেলপার ও আলুর মালিক দগ্ধ হন। শিবগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একরামুল হককে মঙ্গলবার রাতে পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রাতে সোনামসজিদ এলাকায় ১০টি ট্রাকে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। রাত ১১টার দিকে শিবগঞ্জ বাজারে একদল দুর্বৃত্ত বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে একরামুলের বাড়িতে প্রবেশ করে কুপিয়ে তাকে আহত করে। রাত সাড়ে ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর-সংলগ্ন কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে ১০টি খালি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর : সদর উপজেলা ভূমি অফিসে গতকাল ভোরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে জরুরি নথিপত্র, চেয়ার, টেবিল। সিরাজগঞ্জ : সদর উপজেলায় গতকাল বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলী বাজারের কাছে বহুলী ইউনিয়ন বিএনপি-যুবদলের নেতা-কর্মীরা একটি ট্রাক ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। বগুড়া : শহরের জলেশ্বরীতলায় ম্যাজিস্ট্রেট কোয়ার্টার ও জাসদ-দলীয় সংসদ সদস্য রেজাউল করিম তানসেনের বাড়ির মধ্যে গতকাল দুপুরে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে জেলা মোটর মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলামের বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তারা। টাঙ্গাইল : শহরের কুমুদিনী সরকারি মহিলা কলেজের সামনে গতকাল রাতে দাঁড়িয়ে থাকা জনতা সুপার নামের একটি বাসে পেট্রল ঢেলে অগ্নসংযোগ করেছে দুর্বৃত্তরা। জয়পুরহাট : বাসস্ট্যান্ডে পার্ক করা একটি বাসে গতকাল দুপুরে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভিতরের অংশ পুড়ে গেছে। মঙ্গলবার রাতে আলুবোঝাই একটি ট্রাক বেড়াগ্রাম সড়কের খাঁপাড়া এলাকায় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাগেরহাট : শহরের স্টেডিয়াম-সংলগ্ন কাস্টমস অফিস চত্বরে মঙ্গলবার পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। নওগাঁ : মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শহরের তাজের মোড় পার-নওগাঁ মহল্লার মরছুলা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ থেকে ২৮টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। গণগ্রেফতার : নাশকতায় জড়িত অভিযোগে মঙ্গলবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী, র‌্যাব ও পুলিশ। এর মধ্যে সুনামগঞ্জে ২৪, দিনাজপুরে ১৮, গাইবান্ধায় ১৬, মৌলভীবাজারে ১৩, ঢাকায় ৯, চুয়াডাঙ্গায় ৯, চাঁদপুরে ৫, নওগাঁয় ৪, মাদারীপুরে ২ ও নীলফামারীতে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। রোটনের অভিযান : এদিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটনের কারণে রক্ষা পেল দুটি প্রাইভেট কার। গতকাল রাতে রাজধানীর ধানমন্ডির ৮ নম্বর ব্রিজ রাশিয়ান কালচারের সামনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক মাহফুজুল হায়দার রোটন, ফারুক হাসান হিটলু, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম, তারেক ও রানা জগিং করছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী দুই যুবক দুটি প্রাইভেট কারে পেট্রলবোমা নিক্ষেপ করে। রোটনের নেতৃত্বে রাশিয়ান কালচারের অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে এসে গাড়ির আগুন নিভানো হয়। পরে তারা দুর্বৃত্তদের ধরতে না পারলেও তাদের ফেলে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয়।

সর্বশেষ খবর