সোমবার, ১৬ মার্চ, ২০১৫ ০০:০০ টা

রাজউকের ব্যর্থতায় অপরিকল্পিত ঢাকা

রাজউকের ব্যর্থতায় অপরিকল্পিত ঢাকা

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, আদালতের স্থগিতাদেশ আর রাজউকের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরকে পরিকল্পনা অনুযায়ী গড়ে তোলা যাচ্ছে না। রাজউক রাজধানীর আবাসিক এলাকায় যত্রতত্র বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদন দিচ্ছে। গতকাল সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে মন্ত্রী এসব কথা বলেন। মোশাররফ হোসেন বলেন, রাজউক ফুটপাথ থেকে পাঁচ ফুট ভিতরে ভবন করার কথা বললেও, ফুটপাথ ঘেঁষেই ভবন ওঠে। ভাঙতে যাবেন তখন কোর্টে যাবে। এরকম অনেক মামলা আছে। সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন সবকিছু ফ্রি স্টাইলে চলছে। রাজউক বাধা দিচ্ছে না। কিন্তু তাদের জনবল আছে, বেতনও নিচ্ছে। যারা দায়িত্ব সঠিকভাবে পালন করেননি তাদের রেখে লাভ কী? তবে আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনার বিষয়ে সরকার পদক্ষেপ নেবে। তিনি বলেন, গুলশানে গলিতে গলিতে বেকারি শপ, এই দোকান, ওই দোকান- এগুলোর জন্য রাজউকের সঙ্গে বসেছি। লেকশোর হোটেল, কত বছর হয়ে গেছে, ইজ ইলিগ্যাল। গুলশান এরিয়ার মধ্যে অনেক গেস্ট হাউস। এগুলো নিয়ে সরকারের উচ্চপর্যায়ে একটা পদক্ষেপ নিতে হবে। টোটালি কমার্শিয়াল এরিয়া, এভাবে তো হবে না। সচিবালয়কে শেরেবাংলা নগরে স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, সচিবালয়কে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের খালি জায়গায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। নকশা করা হয়েছে। টাকা পেলেই স্থানান্তরের কাজ শুরু হবে। তিনি জানান, নতুন সচিবালয়ে ভবনগুলো হবে সবুজ। প্রতিটি মন্ত্রণালয় আলাদা হবে। গাড়ি রাখার প্রচুর জায়গা থাকবে। মন্ত্রী বলেন, অতীতে যারা নগর পরিকল্পনা করেছেন তাদের ভিশন ন্যারো ছিল। তারা মনে করেননি ঢাকা এত বড় হবে। অপর এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, পূর্বাচল সিটিতে বাড়ি নির্মাণে আগ্রহীদের আগামী ১ জুলাই থেকে নকশা অনুমোদন দেওয়া হবে। অনুষ্ঠানে বিএসআরএফ এর সহসভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।-নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর