শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা
তিন সিটি করপোরেশন

ভারত গেলেন হাজী সেলিম, মায়ার বাড়িতে খোকন, ব্যস্ত আনিস

মনোনয়নপত্র কিনলেন মাহী বি চৌধুরী

চিকিৎসা নিতে ভারতের মাদ্রাজ চলে গেলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম। ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের পক্ষে মেয়র প্রার্থী সাঈদ খোকন একা। গতকাল নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালান আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়র প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকন।
অন্যদিকে গতকাল ঢাকা উত্তর সিটি থেকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী। দুপুরে পশ্চিম আগারগাঁওয়ে উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাহীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
এদিকে গতকাল নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে সারা দিন ব্যস্ত ছিলেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন। গতকালও দিনভর হাজারীবাগ, মতিঝিল, নাজিরাবাজার এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন। বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লার সর্বস্তরের নেতা-কর্মীরা এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং তাকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া গতকাল বিডি সাইক্লিস্ট নামের একটি সংগঠনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। দোয়া নিচ্ছেন খোকন : আওয়ামী লীগের প্রবীণ নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে গিয়ে দোয়া নিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন দিনরাত গণসংযোগ করছেন। পর্যায়ক্রমে আওয়ামী লীগ নেতাদের বাসায় যাচ্ছেন, যাচ্ছেন সাধারণ ভোটারদের দুয়ারে দুয়ারে। বুধবার রাতে তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসায় যান। সেখানে শিল্পমন্ত্রীর বাসায় রমনা-শাহবাগ থানা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিল্পমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দল-সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক শক্তি নিয়ে ভোটের মাঠে নামতে হবে। সরকার অনেক উন্নয়ন করেছে। কোনো বিশেষ গোষ্ঠী যেন ভোটারদের বিভ্রান্ত করতে না পারে সে জন্য সরকারের সফলতা তুলে ধরে এবং ঢাকাকে নতুনভাবে সাজাতে আমাদের মেয়র প্রার্থীর স্বপ্ন জনগণের সামনে তুলে ধরতে হবে।’ পরে আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমুর সঙ্গে একান্তে কথা বলেন সাঈদ খোকন। পরে তিনি চলে যান ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাসায়। সেখানে দীর্ঘ সময় একান্তে কথা বলেন তারা। এ সময় মায়া সাঈদ খোকনের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন এবং সব সময় পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন মায়া। এর আগে হাজী সেলিমের বাসায় দোয়া নিতে গিয়েছিলেন সাঈদ খোকন। তবে হাজী সেলিম তখন বাড়িতে না থাকায় সেদিন তাদের দেখা হয়নি। মাদ্রাজ গেলেন সেলিম : চিকিৎসা নিতে ভারতের মাদ্রাজ গেলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম। এর আগে তিনি মঙ্গলবার ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দক্ষিণ সিটির মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ওই দিন রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি প্রার্থী না হওয়ার ঘোষণা দেন। এ ছাড়া গতকাল দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি ভারতে যাওয়ার কথা উল্লেখ করেন। ওই স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমি চিকিৎসার জন্য মাদ্রাজের উদ্দেশে ঢাকা ত্যাগ করলাম। আমি মাদ্রাজে চিকিৎসা শেষ করে মাজার জিয়ারতের উদ্দেশে আজমির শরিফ যাব।’ ওই স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমি যাতে চিকিৎসা এবং আজমির শরিফে মাজার জিয়ারত শেষ করে আবার আপনাদের মাঝে ফিরে এসে সেবা করতে পারি, এ জন্য আপনারা দোয়া করবেন।’ স্বপদে থেকে প্রার্থী নয় : মনজুর আলমের প্রার্থী হওয়ার ঘোষণার মধ্যে প্যানেল মেয়র ভোটে অংশ নিতে পারবেন কি না সে বিষয়ে মতামত চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামে প্যানেল মেয়রভুক্ত কাউন্সিলররা ভোটে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। মনজুর মেয়র পদ ছাড়লে এবং প্যানেল মেয়র যদি প্রার্থী হন, পরবর্তী বিষয়ে নির্দেশনা দেবে নির্বাচন কমিশন (ইসি)।  ছুটির দিনেও মনোনয়ন বিক্রি : ছুটির দিনেও গতকাল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা। সকাল ১০টা থেকে রাজধানীর পশ্চিম আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয় ও দক্ষিণের মহানগর নাট্যমঞ্চ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তারা। উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে মাহী বি. চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন। প্রধানমন্ত্রীর সঙ্গে কবরীর সাক্ষাৎ : গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। কবরী উত্তর সিটিতে প্রার্থী হওয়ার কথা জানিয়ে সমর্থন চান।
ঢাকার মেয়র-কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে আজ প্রধানমন্ত্রী বসছেন : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আজ সন্ধ্যা ৭টায় গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী জানান, আজ খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়াামী লীগ আয়োজিত আলোচনা সভা শেষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণভবনে যাবেন। প্রধানমন্ত্রী তাদের বিশেষ দিকনির্দেশনা দেবেন।

সর্বশেষ খবর