শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা
তিন সিটি করপোরেশন

প্রার্থী আসামি হলে ছাড় দেবে না পুলিশ

প্রার্থী আসামি হলে ছাড় দেবে না পুলিশ

আসন্ন সিটি নির্বাচনে কোনো প্রার্থী আসামি হলে পুলিশ তাকে ছাড় দেবে না। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেছেন, ফৌজদারি অপরাধে অপরাধী কোনো ব্যক্তি আদালতের অনুমতি বা জামিন ছাড়া নির্বাচনে অংশ নিতে চাইলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্য করে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। এর আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে সিটি নির্বাচনের সময় বিরোধী জোটের প্রার্থীদের অবাধে প্রচার চালানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, দলের অনেক নেতা-কর্মী মিথ্যা মামলায় কারাগারে। সরকারের নিপীড়ন-নির্যাতনে অনেকে আত্মগোপনে আছেন। তাদের ফ্রি করে দিতে হবে। তার এই বক্তব্যের পর পুলিশের তরফ থেকে এ ধারণা দেওয়া হলো। জানা গেছে, ২০ দলের আন্দোলনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিএনপির অনেক নেতাই প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রামে কাউন্সিলর পদে প্রার্থী হতে ইচ্ছুক অনেকের নামেই মামলা রয়েছে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার এ ব্যাপারে আরও বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে ৪২ লাখ ভোটার যেন নিরাপত্তার মধ্যে নিশ্চিন্তে ভোট দিতে পারেন, সে জন্য পুলিশ দায়িত্ব পালন করবে। গোয়েন্দা পুলিশ নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকে এলাকাভিত্তিক নজরদারি বাড়াবে। কোনো বিশৃঙ্খলার তথ্য পেলে তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে গোয়েন্দা পুলিশ তথ্য সংগ্রহ করছে। প্রসঙ্গত, তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর যাচাই-বাছাই শেষে ৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে। নির্বাচন হবে ২৮ এপ্রিল।

সর্বশেষ খবর