বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

বিশ্ব গণমাধ্যমে তোলপাড়

দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে বরখাস্ত হওয়া নারায়ণস্বামী শ্রীনিবাসন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) চেয়ারম্যানের পদে থেকে স্বেচ্ছাচার করে যাচ্ছেন- এ অভিযোগে গতকাল আ হ ম মুস্তফা কামাল এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আইসিসি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। শ্রীনিবাসনের পাশাপাশি আইসিসির উচ্চপদস্থ কর্মকর্তাদের ‘জঘন্য মানুষ’ (আগলি পিপল) আখ্যায়িত করেছেন মুস্তফা কামাল। তার এ বক্তব্য এখন বিশ্বজুড়ে মিডিয়ার ‘ট্যাগলাইনে’ পরিণত হয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম গতকাল মুস্তফা কামালের পদত্যাগের ঘোষণার সঙ্গে সঙ্গেই গুরুত্ব দিয়ে সংবাদটি ছেপেছে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অনলাইন পত্রিকায়ও এ সংবাদ সঙ্গে সঙ্গেই ছাপা হয়েছে। বিবিসি ‘মুস্তফা কামাল কুইটস এস আইসিসি প্রেসিডেন্ট আফটার ওয়ার্ল্ড কাপ স্নাব’ শিরোনামে প্রতিবেদনে বিবিসি লিখেছে, মুস্তফা কামাল আইসিসি অসাংবিধানিকভাবে চলার অভিযোগ করে পদত্যাগ করেছেন। ব্রিটিশ পত্রিকা দি গার্ডিয়ান ‘আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল রিজাইনস উইথ স্ক্যাথিং অ্যাটাক অন আগলি পিপল’ শিরোনামে প্রতিবেদনে লিখেছে, আইসিসির চেয়ারম্যান হিসেবে বিশ্বকাপ ট্রফি দেওয়ায় কামাল ‘আগলি পিপল’ নায়ারণস্বামী শ্রীনিবাসন এবং আইসিসির উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ‘আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল রিজাইনস ওভার ওয়ার্ল্ড কাপ ফাইনাল প্রেজেন্টেশন ফিয়াসকো’ শিরোনামে সংবাদ ছেপেছে। আইসিসির সংবিধান লঙ্ঘনের বিষয়টিকে প্রাধান্য দিয়েছে। সবচেয়ে কঠোর হেডলাইন করেছে টাইমস অব ইন্ডিয়া। ‘আইসিসি সভাপতি মুস্তফা কামাল পদত্যাগ করেছেন এই বলে, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত হয়েছে’ শিরোনামে প্রতিবেদন ছেপেছে। এই প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, আইসিসির ৩.৩ এর বি অনুচ্ছেদ অনুযায়ী ২০১৪ সাল থেকে আইসিসির বিভিন্ন কনফারেন্সে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সভাপতি। সেই সঙ্গে বিশ্বকাপের শিরোপাও দিবেন তিনি। শ্রীনিবাসন মাইকেল ক্লার্কের হাতে ট্রফি তুলে দিয়ে আইসিসি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করেছে টাইমস অব ইন্ডিয়া। ক্রিকেটের বিখ্যাত ওয়েবসাইট ক্রিকইনফো ‘আইসিসি প্রেসিডেন্ট কামাল পদত্যাগ করেছেন’ শিরোনামে প্রতিবেদনে লিখেছে, আইসিসিতে অসাংবিধানিকভাবে কাজ করার প্রতিবাদে এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন মুস্তফা কামাল। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড নিজস্ব ওয়েবসাইটে সংবাদটি গুরুত্বসহকারে ছেপেছে। এছাড়াও বিশ্বের নামিদামি অনলাইন পত্রিকাগুলো সংবাদটিকে তাৎক্ষণিভাবে প্রকাশ করেছে।

সর্বশেষ খবর