বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

জিডিপি ৬.৫ শতাংশের কম হবে না

জিডিপি ৬.৫ শতাংশের কম হবে না

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত শতাংশ থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা অর্জন সম্ভব হচ্ছে না। তবে প্রবৃদ্ধি কিছুতেই সাড়ে ছয় শতাংশের কম হবে না। পরিকল্পনা কমিশনের এনইসি কনফারেন্স রুমে গতকাল ‘বাংলাদেশে টেকসই উপায়ে অতি দারিদ্র্য দূরীকরণ’ বিষয়ক  দুই দিনব্যাপী এক সম্মেলনের প্রথম দিনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘উৎপাদনশীল খাতে প্রবৃদ্ধি বাড়িয়ে  দেশে একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণি তৈরি করা গেলে স্বাভাবিকভাবেই অতি দরিদ্র মানুষের সংখ্যা কমে আসে। বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে অতি দরিদ্র মানুষের সংখ্যা তিন শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। দরিদ্রতা দূর করা অবশ্যই সরকারের দায়বদ্ধতার মধ্যে পড়ে।’ দরিদ্রতা শত্রু উল্লেখ করে কামাল বলেন, ‘দারিদ্র্য দূর করতে হলে শিক্ষা ও সু-ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। পরিকল্পনা মন্ত্রণালয়ও এ দুটি বিষয় গুরুত্বের সঙ্গে দেখছে। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে দুটি বিষয়ে সর্বাধিক প্রাধান্য দিচ্ছে।’ এ সময় উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, জিইডি সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের সচিব সফিকুল আজম, সদস্য হুমায়ন খালিদসহ উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা।
-নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর