সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মাহীর ওপর হামলাকারী কারা?

মাহীর ওপর হামলাকারী কারা?

শনিবার মধ্যরাতে ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী মাহী বি. চৌধুরীর ওপর হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশ ও গোয়েন্দারা এখন মাঠে। নির্বাচনের মাত্র দুদিন আগে এ হামলার ঘটনার সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০০৪ সালে মহাখালীতে বিকল্পধারার মিছিলে হামলাকারীরাই এবারও মাহীর ওপর    হামলা চালিয়েছে কি-না এমন বিষয়টিও তদন্তে উঠে এসেছে। ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, মাহীর সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন, ২০০৪ সালের হামলাকারীরা এ হামলা চালিয়েছে। তবে পুলিশের কাছে এমন কথা বলেননি বলে দাবি করেছেন মাহী। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে মাহী জানান, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, তারাই এ হামলায় জড়িত থাকতে পারে। তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন। শনিবার রাত ২টার দিকে তেজগাঁওয়ে বিজি প্রেসের কাছে দুর্বৃত্তদের হামলার শিকার হন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বিকল্পধারার নেতা মাহী বি. চৌধুরী ও তার স্ত্রী। এতে মাহী বাঁ হাত ও চোখে আঘাত পান। তার স্ত্রী আশফাহ হক লোপা এবং গাড়িচালক শহীদ মণ্ডল আঘাত পেয়েছেন। রাতেই গুলশানের ইউইনাটেড হাসপাতালে ভর্তি হন মাহী। গতকাল বিকালে তিনি হাসপাতাল ছাড়েন। বিকল্পধারার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর  ছেলে ও দলের যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী ‘ঈগল’ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজার ছেলে মাহী নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশা করে গণমাধ্যমে বক্তব্য দিলেও তাতে সাড়া দেয়নি বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকে ঢাকা উত্তরে সমর্থন দেয় বিএনপি। ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর মাহী জানান, বেসরকারি একটি চ্যানেলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বারিধারার বাসায় ফিরছিলেন। সাতরাস্তার মোড়ে বিজি প্রেসের সামনের একটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে এগোনোর পর ৮-১০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা গাড়ির সামন ও পিছনের গ্লাস ভেঙে ফেলে। একজন আমাকে লাঠি দিয়ে পেটাতে থাকে এবং অকথ্য ভাষায় গালাগাল করে চুল ধরে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। হামলাকারীদের একজন তাকে উদ্দেশ করে বলছিলেন, তোর নির্বাচন করার শখ কেন। কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে কোনো ধারণা দিতে না পারলেও শনিবার তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছিল বলে অভিযোগ করেন মাহী। তবে কারা তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছে সে ব্যাপারে অবশ্য কিছু বলেননি তিনি। মাহী বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়াব না। নির্বাচনে আছি, থাকব ইনশাল্লাহ। ঘটনা কারা ঘটিয়েছে সে ব্যাপারে নিশ্চিত নই। তবে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, আমি নিরাপত্তা চাইনি। নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এদিকে, হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। শনিবার রাতেই গোয়েন্দা পুলিশের একটি দল মাহীর সঙ্গে কথা বলেন। হামলা ও নির্বাচনে সরে দাঁড়ানোর হুমকি-ধমকি সম্পর্কে নানা প্রশ্নের জবাব দিয়েছেন মাহী। গতকাল বিকালে ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন, মাহী বি. চৌধুরী গোয়েন্দা পুলিশের কাছে এ হামলার জন্য ২০০৪ সালের হামলাকারীদেরই দায়ী করেছেন। কারণ হামলা দুটির স্থান কাছাকাছি। এ বিষয়ে মাহী বলেন, গোয়েন্দা পুলিশ তাকে ২০০৪ সালের হামলা সম্পর্কে জানতে চেয়েছে। তারা জড়িত কিনা তাও প্রশ্ন রেখেছে। গোয়েন্দাদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তারা জড়িত কিনা তা আপনারাই তদন্ত করে বের করুন।

সর্বশেষ খবর