শনিবার, ২৭ জুন, ২০১৫ ০০:০০ টা

রমজানের পর কৌশলী হবে জামায়াত

রমজানের পর কৌশলী হবে জামায়াত

রাজনীতির মাঠে নিজেদের অবস্থান ধরে রাখতে রমজানের পর সরকারি দল ও বিএনপির সঙ্গে কৌশলে হাঁটবে জামায়াতে ইসলামী। মাঠে সরকারি দলের সঙ্গে মিলে চলবে। সরকারি দলের নেতিবাচক কর্মকাণ্ডে কঠোরও হয়ে উঠবে না। পাশাপাশি জোটপ্রধান বিএনপির আচরণে বিরক্ত হলেও তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে না। কেন্দ্রীয়ভাবে জামায়াতের নেতৃত্ব ছত্রভঙ্গ থাকলেও এভাবে কৌশলী অবস্থান নিয়ে সামনের দিনগুলোয় চলতে চায় জামায়াতে ইসলামী। জানা যায়, জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে বিএনপিকে কিছু দিন পরপরই সমালোচনায় পড়তে হয়। সূত্র জানায়, বিএনপি এবং জামায়াতে ইসলামী চারদলীয় জোট গঠন করে ২০০১ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর দল দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। সেই জোট সরকারে জামায়াতের শীর্ষ দুজন নেতাকে মন্ত্রী করায় তীব্র সমালোচনা হলেও বিএনপি তাতে কর্ণপাত করেনি। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর চারদলীয় জোট বাড়িয়ে ২০-দলীয় জোটে পরিণত করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল। এই জোট ২০১৪ সালে নির্বাচন বর্জন করে লাগাতার অবরোধ-হরতাল করেছে এবং এ বছরও প্রথম তিন মাসে তাদের লাগাতার একই কর্মসূচি ছিল। দুই দফার এই লাগাতার আন্দোলন পড়ে যায় প্রশ্নের মুখে যানবাহনে পেট্রলবোমা হামলা ও অন্যান্য সহিংসতায় প্রাণহানির ঘটনায়। বিএনপি নেতাদের অনেকে বলছেন, দেশের কিছু এলাকায় জামায়াতের শক্ত অবস্থান এবং সারা দেশেই দলটির সংগঠন এবং একটা ভোটব্যাংক আছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটের রাজনীতি থেকেই বিএনপি জামায়াতের সঙ্গে ঐক্য ধরে রাখছে। জামায়াতের সঙ্গে ঐক্যের পক্ষে-বিপক্ষে দুটি ধারা সব সময়ই ছিল। এখন দুটি ধারাই আবার সক্রিয় হয়েছে। সূত্রটি জানায়, জামায়াতের সঙ্গে বিএনপির সুসম্পর্ক আছে। আগামীতেও থাকবে। যার প্রমাণ মেলে প্রতিবছরের মতো গত বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে জামায়াতের ইফতার মাহফিলে খালেদা জিয়ার উপস্থিতি। এদিকে সরকারি দলের সঙ্গে জামায়াতের কৌশলী অবস্থানের অংশ হিসেবে ইতিমধ্যে বিভিন্ন জেলায়  আওয়ামী লীগে যোগ দিতে শুরু করেছেন জামায়াতের নেতা-কর্মীরা। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা আফজাল হোসেন পিন্টু ডজনখানেক মামলার চার্জশিটভুক্ত আসামি গত ১২ মে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। ৬ জুন এক সংবাদ সম্মেলনে পাঁচবিবি উপজেলা জামায়াতের মজলিসে শুরার কর্মপরিষদ সদস্য আবদুস সালামের নেতৃত্বে বিএনপি-জামায়াতের পাঁচ শতাধিক নেতা-কর্মী জয়পুরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদুর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। ১৪ এপ্রিল কুমিল্লার নাঙ্গলকোটে স্থানীয় আট বিএনপি-জামায়াত নেতাসহ সহস্রাধিক কর্মী আওয়ামী লীগে যোগ দেন। ৫ এপ্রিল মৌলভীবাজারের কমলগঞ্জ ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সাব্বিরুল হক তালুকদার শামীমের নেতৃত্বে বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে আসেন। গত বছরের ১ জানুয়ারি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের হাত ধরে কুষ্টিয়ায় জামায়াতের রুকন নওশের আলী আওয়ামী লীগে যোগদান করেন। এভাবে রমজানের পর কৌশলী অবস্থান নিয়ে পথ চলবে জামায়াত।

সর্বশেষ খবর