বুধবার, ১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

আমলাতন্ত্রে আটকে আছে তিন সিটি মেয়রের মর্যাদা

আমলাতন্ত্রে আটকে আছে তিন সিটি মেয়রের মর্যাদা

আমলাতন্ত্রের লাল ফিতায় আটকে আছে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের পদমর্যাদার বিষয়টি। নির্বাচিত হওয়ার পর দুই মাস অতিক্রান্ত হলেও এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এ তিন মেয়র মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন কি না। অবশ্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, এ বিষয়ে তাদের কাছে এখনো সরকারের উচ্চপর্যায় থেকে কোনো নির্দেশনা আসেনি। জানা গেছে, ওয়ারেন্ট অব প্রিসিডেন্সিতে মেয়রদের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী মর্যাদা দেওয়া হয়নি। রাষ্ট্রপতির আদেশে অবিভক্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়ররা আগে প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করতেন। কিন্তু বিগত মহাজোট সরকারের সময় এ আদেশ বাতিল করার পর এসব সিটি করপোরেশনের মেয়ররা আর প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন না। এখন ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রদের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হবে কি না ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনের পর থেকে সে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হক এবং দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন নির্বাচিত হন। চট্টগ্রামে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক ছাত্রনেতা আ জ ম নাছির উদ্দিন। এই তিনজনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন। তবে চট্টগ্রাম মেয়র এখন পর্যন্ত দায়িত্ব নিতে পারেননি। তাকে আরও প্রায় এক মাস অপেক্ষা করতে হবে। অর্থাৎ ২৫ জুলাই তারিখে পূর্ববর্তী পরিষদের মেয়াদ শেষ হবে। এর পরই আ জ ম নাছির উদ্দিন দায়িত্ব গ্রহণ করতে পারবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তিনি সিটি করপোরেশনের মেয়রকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাদের আদৌ এ মর্যাদা দেওয়া হবে কি না তা নিশ্চিত নয়। স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই তিনজনকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদা দিলে অন্য সিটি করপোরেশনের মেয়রদেরও একই মর্যাদা দিতে হবে। তবে এ সিদ্ধান্ত একেবারেই সরকারের উচ্চপর্যায়ের। ওয়ারেন্ট অব প্রিসিডেন্সি অনুযায়ী মেয়ররা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর মর্যাদা পান না। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ছাড়া অন্য কাউকে এ মর্যাদা দিতে হলে রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রয়োজন হয়। নবনির্বাচিত মেয়রদের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হবে কি না তা নির্ভর করছে রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপর। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, এ ক্ষেত্রে অবশ্য প্রধানমন্ত্রীর সুপারিশ প্রয়োজন হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি মেয়রদের প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন, সে ক্ষেত্রে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দেবেন। আর রাষ্ট্রপতির সিদ্ধান্তের আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

সর্বশেষ খবর