সোমবার, ৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
নিউইয়র্কে আ স ম রব

প্রধানমন্ত্রীর চারদিকে শুধু চাটুকার

প্রধানমন্ত্রীর চারদিকে শুধু চাটুকার

জেএসডি নেতা আ স ম আবদুর রব গত শনিবার নিউইয়র্কের এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের সরকারপ্রধান সম্পর্কে বলেছেন, ‘প্রধানমন্ত্রী আপনার চারদিকে যারা রয়েছেন তারা সবাই চাটুকার। ওদের কবল থেকে বের হয়ে জনতার কাতারে আসুন। তাহলে তা হবে বঙ্গবন্ধুকন্যার জন্য অত্যন্ত শুভ একটি উদ্যোগ।’ খবর এনআরবি নিউজ  

রব এ দিন নিউইয়র্কে লক্ষ্মীপুর জেলা কল্যাণ সমিতি কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে এসেছি চিকিৎসার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনার জন্য আসিনি। তবুও জনজীবনের নিরাপত্তার কথা বলতেই হবে। এখন কেউ নিশ্চিত করে বলতে পারেন না যে- ঘর থেকে বের হওয়ার পর সুহালে আবার ফিরতে পারবেন। জনজীবনে নিরাপত্তা বলতে কিছুই নেই।’ রব বলেন, ‘প্রচুর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। বাংলাদেশের মেধাবীরা বিদেশে এসে গবেষণায় কৃতিত্ব দেখাচ্ছেন। ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হচ্ছেন। মহাকাশে যারা যাচ্ছেন তাদের খাদ্যপ্রণালি প্রস্তুত করছেন বাঙালিরা। অথচ এসব মেধাকে নিজ দেশের কল্যাণে ব্যবহারের সুযোগ নেই। রাজনৈতিক কারণে মেধাবীদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার এ প্রবণতা রুখতে হবে।’ 

অনুষ্ঠানে রবের স্ত্রী বিশ্ব বাঙালি ফাউন্ডেশনের সভানেত্রী তানিয়া রব ছাড়াও পিপল এন টেক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হানিফ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর