শিরোনাম
শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সব হত্যাকাণ্ডের বিচার চাই

নিজস্ব প্রতিবেদক

সব হত্যাকাণ্ডের বিচার চাই

সরকারের প্রতি দুই বিদেশি নাগরিক হত্যাসহ সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, খুনিরা যে দলেরই হোক তাদের বিচার করতে ব্যর্থ হলে সামাজিক ভারসাম্যতা হারিয়ে দেশ অনিশ্চিত গন্তব্যে চলে যাবে। তিনি বলেন, আইন-শৃঙ্খলার অবনতির ফলে দেশ-বিদেশের মানুষও খুন হচ্ছে। খুনি চক্রের হাত থেকে উলামায়ে কেরাম ও খানকার পীর সাহেবরাও রেহাই পাচ্ছেন না। তিনি বলেন, বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে বাংলাদেশের ইমেজ সংকট সৃষ্টি করছে। এ অবস্থার উন্নতিকল্পে কাজ করতে হবে, যেন বিদেশিরা তাদের হারানো আস্থা ফিরে পায়। পীর চরমোনাই বলেন, নীতি-নৈতিকতার চরম অবক্ষয়ের কারণেই মানুষ খুন, হত্যাসহ অনৈতিক কর্মকাণ্ড মহামারী আকার ধারণ করেছে। মানুষের নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা না থাকায় দিন দিন মানুষ নীতিহীন হয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। শিক্ষক কর্তৃক ছাত্রী নিপীড়ন, ছাত্র কর্তৃক ছাত্রী খুন, প্রেম নিবেদনের নামে ইভ টিজিং এসব কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলছে। ইসলামের আদর্শ না মানায় এবং পর্দার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলেই নারী নির্যাতনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নারী নির্যাতন, অপহরণ ও ইভ টিজিং থেকে বাঁচতে হলে মহিলাদের পর্দার আইন মেনে চলতে হবে, সঙ্গে সঙ্গে নৈতিকতা শিক্ষার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে রাখতে হবে। ধর্মীয় দীক্ষা ছাড়া মানুষ প্রকৃত মানুষরূপে গড়ে উঠতে পারে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর