শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর বক্তব্য মনগড়া : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিদেশে বসে খালেদা জিয়া ‘ষড়যন্ত্র’ করছেন বলে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তাকে ‘আজগুবি ও মনগড়া’ আখ্যায়িত করেছে বিএনপি। গতকাল এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন  আওয়ামী লীগ সভানেত্রী গত কয়েকদিন ধরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্র করার অভিযোগ তুলছেন। আমাদের চেয়ারপারসন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সরকার কতটা অমানবিক হলে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলের নেতার প্রতি এরকম ‘মনগড়া, আজগুবি’ মন্তব্য করতে পারেন! এ ধরনের অভিযোগ রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।  বিএনপি গণতান্ত্রিক পন্থায়’ রাজনীতি করে দাবি করে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রিপন বলেন  ‘জ্বালাও-পোড়াও রাজনীতির সঙ্গে আমাদের দলের  কোনো সংশ্লিষ্টতা  নেই, ছিল না।  পেট্রলবোমা  ছোড়া ও অগ্নিসংযোগের ঘটনায়  সরকারের লোকেরা’ জড়িত। খালেদা জিয়া কিংবা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার’ থেকে বিরত থাকতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানান রিপন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, তকদির  হোসেন জসিম প্রমুখ। সরকারে থাকতে বিএনপি ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি বলে দাশিয়ারছড়ায় প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তারও প্রতিবাদ জানান বিএনপির মুখপাত্র। তিনি বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার বার বার ভারতের কাছে আহ্বান জানিয়েছিল, চুক্তিটি বাস্তবায়ন করার জন্য। পরে বেগম খালেদা জিয়াও তিন দফায় সরকারের দায়িত্ব পালনের সময় এই চুক্তি বাস্তবায়ন এবং দুই দেশের মধ্যকার সব অমীমাংসিত সমস্যা সমাধানের জন্য বার বার তাগিদ দিয়েছিলেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর