মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

খুনিরা ধরা পড়বেই

খুনিরা ধরা পড়বেই

ইতালির নাগরিক তাভেলা সিজারের খুনিরা ধরা পড়বেই বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মারিও পালমা। তিনি বলেন, ‘ইতালির জন্য তাভেলা সিজার হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। আমরা চাই হত্যাকাণ্ডের চলমান তদন্ত সুন্দরভাবে সমাপ্ত হোক। আশা করি বিলম্ব হলেও খুনিরা ধরা পড়বে। তাদের দ্রুত বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।’ গতকাল সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রদূত মারিও পালমা বলেন, ‘আমাদের নাগরিক খুন হলেও বাংলাদেশ সফরে ইতালীয়দের জন্য ভ্রমণ সতর্কতা আমরা তুলে নিয়েছি। আমরা আমাদের নাগরিকদের বাংলাদেশ সফরে আসতে বলেছি।’ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ। জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার স্থান এখানে নেই। বিদেশি দুই নাগরিকের হত্যার রহস্য উন্মোচন সময়ের ব্যাপার মাত্র। ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা ছাড়াও ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী দুই রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিরাজমান শান্তিপূর্ণ পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। বৈঠকে তারা অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশের বিমান পরিবহন খাত নিয়ে, বিশেষ করে ফ্রান্স ও ইতালির যৌথ মালিকানাধীন কোম্পানি এটিআর এবং বাংলাদেশ বিমানের মধ্যে বাণিজ্যিক অংশীদারি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন।-কূটনৈতিক প্রতিবেদক

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর