মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আগামী নির্বাচন সরকারের অগ্নিপরীক্ষা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

আগামী নির্বাচন সরকারের অগ্নিপরীক্ষা

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচন হবে এ সরকারের জন্য অগ্নিপরীক্ষা। গত নির্বাচনের মতো নির্বাচন হলে তা আমরা মেনে নেব না। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে পারলে এ সরকারের অতীতের সব অপকর্ম মানুষ ভুলে যাবে।

দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না, চলতে পারে না, মানুষ আজ বন্দী। এ বন্দীদশা থেকে সাধারণ মানুষ মুক্তি চায়। এ মুক্তির জন্য জাতীয় পার্টিকে শক্তিশালী করে আগামী নির্বাচনে জয়যুক্ত করতে হবে। মানুষ মেরে জোর করে আমি ক্ষমতায় থাকতে চাইনি। বর্তমানে প্রতিদিন মানুষ ‘খুন হয়, গুম হয়’ কিন্তু সরকারের টনক নড়ে না। গতকাল বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছি। ’৯০-এ দুই দলের আন্দোলন চলার সময় সেনাবাহিনী আমাকে আন্দোলন দমানোর জন্য বলেছিল। কিন্তু আমি মানুষ মেরে জোর করে ক্ষমতায় থাকতে চাইনি। দেশের উন্নয়নের জন্য, শান্তির জন্য পরিবর্তনের প্রয়োজন। তাই পরিবর্তনের স্বার্থে ভবিষ্যতে জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। তবেই দেশে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র ফিরে আসবে। জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক সামশুল আলম মাস্টারের সভাপতিত্বে এবং সদস্যসচিব নুরুচ্ছফা সরকারের পরিচালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা এমপি ও তাজ রহমান; ভাইস চেয়ারম্যান মাহজাবীন মোরশেদ এমপি, মৌলভী মো. ইলিয়াছ এমপি, সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, এরশাদের একান্ত সচিব মেজর খালেদ আক্তার (অব.), জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, চট্টগ্রাম উত্তর জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সেক্রেটারি শফিকুল ইসলাম প্রমুখ। জাপা চেয়ারম্যান এরশাদ সম্মেলনে আরও বলেন, আমার আমলে কোনো বিদেশি খুন হয়নি। প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে মহকুমাকে জেলা ও ৪৬৪টি উপজেলা প্রতিষ্ঠা করেছি। গ্রামের মানুষ যাতে উপজেলায় বসে সব প্রশাসনিক কাজ করতে পারে সে ব্যবস্থা নিয়েছি। উপজেলায় কোর্ট-কাচারি সৃষ্টি করেছি। মানুষের সুবিধার্থে আমি এসব কাজ করলেও দুই দলের দুই নেত্রী এসে সবকিছু বাতিল করে ধ্বংস করে দিয়েছেন। হাজার হাজার সড়ক, মহাসড়ক, সেতু নির্মাণ করে জনগণের চলাচলের পথ সুগম করেছি। আমি যে উন্নয়ন করেছি দুই নেত্রী তার সিকি পরিমাণও করতে পারেননি। ক্ষমতার লোভে আন্দোলন করে এক নেত্রী ক্ষমতায় গিয়ে আমাকে ৬ বছর জেল খাটিয়েছে।

সর্বশেষ খবর