বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

প্রার্থিতার পথ খুলল কাদের সিদ্দিকীর

নিজস্ব প্রতিবেদক

প্রার্থিতার পথ খুলল কাদের সিদ্দিকীর

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনকে এ নির্দেশ দেন। কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহিভর্‚ত বলে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, টাঙ্গাইলের জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। হাইকোর্টের আদেশের পর কাদের সিদ্দিকী আদালত প্রাঙ্গণে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, আমি আইনের শাসনে বিশ্বাসী। একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। উচ্চ আদালতে এসে আমি ন্যায়বিচার পেয়েছি। এখন জনগণের কাছে যেতে চাই। তিনি বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারেও আপেক্ষা সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আমাকে নির্বাচন কমিশন সেই সুযোগ থেকেও বঞ্চিত করার চেষ্টা করেছে। হাইকোর্টে আমি ন্যায়বিচার পেয়েছি। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, রুবায়েত হোসেন ও রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন তৌহিদুল ইসলাম। রাগিব রউফ চৌধুরী সাংবাদিকদের বলেন, আদালত নির্বাচন কমিশনের আদেশের বিষয়ে রুল জারি করেছেন এবং রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন। আদালতের এ আদেশের ফলে কাদের সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারবেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কাদের সিদ্দিকীর আবেদন গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং রুল জারি করা হয়েছে। তবে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করব। ১৩ অক্টোবর ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন ওই আসনের উপ-নির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কাদের সিদ্দিকী রিট করেন। হজ ও মহানবী (সা.)-এর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জের ধরে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়।

সর্বশেষ খবর