বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সরকারি কেনাকাটায় অনিয়ম রোধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

সরকারি কেনাকাটায় অনিয়ম রোধে ব্যবস্থা

সরকারি কেনাকাটায় অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজধানীর হেয়ার রোডের নিজ বাসভবনে গতকাল এপিজি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চার ক্ষেত্রে বাংলাদেশের দুর্বলতা শনাক্ত করেছে এশিয়া-প্যাসিফিক গ্রুপ অন এন্টি মানি লন্ডারিং (এপিজি)। এগুলো হলো- সরকারি কেনাকাটায় দুর্বলতা, সোনা চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দুর্নীতি এবং দুর্নীতি দমন কমিশনের শিথিলতা। আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকারি কেনাকাটায় দুর্বলতা আছে। খুব শিগগিরই এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। সোনা চোরাচালান বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ সোনা চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখান থেকে সোনা পাচার হয়ে ভারত ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যায়। সোনা চোরাচালান প্রতিরোধে তেমন জোর দেওয়া হয়নি। এটি নিয়ে তেমন কোনো কাজও হয়নি। আগামীতে এ বিষয়ে জোর দেওয়া হবে বলেও জানান তিনি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সমস্যার কথা এপিজি জানে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, একাধিক ব্যাংকের কাগজপত্র দেখে তারা অনিয়মের প্রমাণ পেয়েছে। ব্যাংকগুলোর দুর্বলতা কাটিয়ে উঠতে একটি পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এমনটি উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, মতামত পাওয়া গেলে দুই মাসের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে। দুদকের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, আগে দুদক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে যেভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করত এখন সেখানে কিছুটা শিথিলতা রয়েছে বলে মনে করছে এপিজি। বিশেষ করে মুদ্রা পাচার বন্ধে সংস্থাটির তদন্ত কার্যক্রম আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে এপিজি। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের সক্ষমতা মূল্যায়নে গত ১১ অক্টোবর ঢাকায় আসে এপিজির একটি প্রতিনিধি দল। টানা ১০ দিন অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, দুদকসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে গতকাল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দলটি। আগামীকাল তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। এরপর প্রতিনিধি দলটি বাংলাদেশের অবস্থান মূল্যায়ন করে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফটিএফ)-এর কাছে প্রতিবেদন জমা দেবে।

সর্বশেষ খবর