সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফের সতর্কবার্তা যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার

কূটনৈতিক প্রতিবেদক

ফের বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কবার্তা হালনাগাদ করেছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। শিয়া সম্প্রদায়ের সমাবেশে বোমা হামলার পর আগের সতর্কবার্তা ফের হালনাগাদ করে দেশ দুটি। এসব বার্তায় বাংলাদেশে উচ্চ মাত্রার জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইটে যুক্তরাজ্য সরকারের হালনাগাদ করা সতর্কবার্তায় বলা হয়, ঢাকায় শিয়াদের সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। তাদের দেশের নাগরিকদের যে কারণে সীমিতভাবে চলাচলের জন্য আগে যে পরামর্শ দেওয়া হয়েছিল তা বজায় থাকবে। এখানে বড় মাপের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে। পশ্চিমাদের ওপরও হামলার আশঙ্কা রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া সরকারের জারি করা সতর্কতায় বলা হয়, শিয়াদের ওপর হাতবোমা হামলায় একজন নিহত ও বহু আহত হয়েছে। অস্ট্রেলিয়া সরকার তার নাগরিকদের এই সময়ে শুধু গাড়িতে করে চলাচলের পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে জনাকীর্ণ স্থানগুলো এড়িয়ে চলতে বলা হচ্ছে। সতর্কতার মাত্রায় কোনো পরিবর্তন নেই। বাংলাদেশে চলাচলের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা গ্রহণ করতে বলা হচ্ছে। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার এই সতর্কতার দুই দিন আগে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছিল দক্ষিণ কোরিয়া দূতাবাস। এর আগে গত সেপ্টেম্বরের শেষ নাগাদ বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর হামলা হতে পারে এমন ব্রিটিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। পরে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র ও কানাডাও। ঘটনাক্রমে সেপ্টেম্বরের শেষে মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার হওয়ায় এই দেশগুলোর পাশাপাশি জাপান, কোরিয়া, সুইজারল্যান্ড, হংকংসহ আরও কয়েকটি দেশ তাদের নাগরিকদের সতর্ক করে দেয়। বেশ কিছু সরকারি-বেসরকারি বিদেশি প্রতিনিধির সফর বাতিল হয়।

সর্বশেষ খবর