সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জোটগতভাবে স্থানীয় নির্বাচন সম্ভব নয়

শফিউল আলম দোলন

জোটগতভাবে স্থানীয় নির্বাচন সম্ভব নয়

কর্নেল (অব.) অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, তার দল স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে এককভাবে অংশ নেবে। তবে জোটগতভাবে এ নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। ২০-দলীয় জোটের পক্ষ থেকে স্থানীয় নির্বাচনে মনোনয়ন দিলে ঐক্যের বদলে অন্তর্দ্বন্দ্বই বাড়বে। জোটগতভাবে শুধু জাতীয় নির্বাচনই সম্ভব। এলডিপির চতুর্থ জাতীয় কাউন্সিলকে সামনে রেখে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আজ সকাল ১০টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠেয় দলের জাতীয় কাউন্সিলের দ্বিতীয় পর্বে দলের জাতীয় নির্বাহী পরিষদ গঠন করা হবে। সম্মেলনে তিনি জাতীয় সংকট নিরসনে জাতীয় জীবনের কী লক্ষ্য হওয়া উচিত সে বিষয়ে জনগণের সামনে নতুন প্রস্তাবনা তুলে ধরবেন। এ ছাড়াও কর্নেল অলি দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক থেকে শুরু করে যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সাম্প্রতি জঙ্গিবাদ সমস্যা নিয়েও কথা বলেন। সাক্ষাৎকারে এসব কথা জানান এলডিপি নেতা।

রাজনৈতিক সংকট প্রসঙ্গে অলি আহমদ বলেন, কারও সমালোচনা বা হিংসা-বিদ্বেষ নয়। সংযম আর ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় জীবনের লক্ষ্য নির্ধারণ হওয়া উচিত। কারণ আমি মনে করি- জাতীয় সমস্যা নিরসনে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কাক্সিক্ষত লক্ষ্য অর্জন কিছুতেই সম্ভব নয়। আমি সেই লক্ষ্যটাই জনগণের সামনে আজ তুলে ধরতে চাই। কেউ পছন্দ করুক আর না করুক, আবার কেউ গ্রহণ করুক বা পরিহার করুক। এটি ধ্রুব সত্য যে, একার পক্ষে কখনো জাতীয় সমস্যার সমাধান সম্ভব নয়। আর জনমতকে উপেক্ষা করে জোর করে কিংবা গুণ্ডামি-মাস্তানি করে কেউ কখনো ক্ষমতায় গিয়ে টিকে থাকতে পারে না। ক্ষমতায় টিকে থাকতে হলে আল্লাহর ওপর বিশ্বাস ও জনগণের ওপর আস্থা রাখতে হবে। আর জনগণের আস্থা অর্জন করতে হলে গুণ্ডামি-মাস্তানির পরিবর্তে ভালোবেসে তাদের মন জয় করতে হবে। রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি আস্থা ও শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনতে হবে। শুধু আক্রমণাত্মক বক্তব্য আর সমালোচনা করলেই সমাধান হবে না। অন্যথায় জাতীয় জীবনের বিদ্যমান সমস্যা নিরসন তো দূরের কথা, সমস্যা আরও জটিল আকার ধারণ করবে। বাংলাদেশের বর্তমান অবস্থাকে অত্যন্ত নাজুক উল্লেখ করে জঙ্গিবাদ সম্পর্কে সাবেক এই মন্ত্রী বলেন, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়া হচ্ছে। এতে করে সমস্যার কোনো সমাধান হবে না। ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করার পর সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করতে হবে। তাছাড়া কোনো মুসলমান ধর্মীয় উগ্রবাদী কোনো কর্মকাণ্ডকে কখনো সমর্থন করেন না। যারা করেন, তারা কেউ প্রকৃত মুসলমান না। দীর্ঘদিন ধরে দেশে ন্যায় বিচার, আইনের শাসন নেই বলেই দেশের সর্বত্র খুন-খারাবি, গুম, অপহরণসহ যাবতীয় অপরাধ বৃদ্ধি পাচ্ছে। মানুষ তার নৈতিকতাবোধ থেকে দূরে সরে গেছে বলেই আজ আমাদের ওপর ‘জমিনি গজব’ নেমে আসছে। কাজেই আর সময় নষ্ট না করে এখনই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করতে হবে। আর সেজন্যে নির্দলীয় একটি সরকার ব্যবস্থার মাধ্যমে দেশে জরুরি ভিত্তিতে একটি অবাধ-সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অপরিহার্য।

সর্বশেষ খবর