মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মুম্বাইয়ের সেই ডন ছোট রাজন গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

মুম্বাইয়ের সেই ডন ছোট রাজন গ্রেফতার

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ডানহাত বলে খ্যাত আরেক ডন ছোট রাজন গ্রেফতার হয়েছে বলে ভারতের গণমাধ্যমে দাবি করা হয়েছে। ইন্দোনেশিয়ার বালিতে তাকে গ্রেফতার করা হয়। ভুয়া পরিচয়ে সিডনিতে ছিলেন ছোট রাজন। সেখান থেকে ইন্দোনেশিয়ার বালিতে এসে পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতার করে। ভারতের সিবিআইয়ের কর্মকর্তা অনিল সিনহা জানান, রাজনকে ধরার জন্য বেশ কয়েক বছর আগে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতারের নোটিস জারি করা হয়েছিল। ইন্টারপোলের সেই নোটিস দেখে অস্ট্রেলিয়া প্রশাসন ভারতের পুলিশ ও গোয়েন্দা অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। বালি পুলিশ জানিয়েছে, ৫৫ বছর বয়সের রাজেন্দ্র সদাশিব নিকালজে ওরফে ছোট রাজন এত দিন গা ঢাকা দিয়ে ছিলেন অস্ট্রেলিয়ারই বিভিন্ন জায়গায়। রাজনের বিরুদ্ধে মুম্বাইয়ে সাংবাদিক জ্যোতির্ময় দেকে খুন-সহ ভারতে নানা ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ছোট রাজন এক সময় দাউদ ইব্রাহিমের শাগরেদ থাকলেও বর্তমানে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। গত জুলাইয়ে ছোট রাজনকে হত্যার ফন্দি এঁটেছিলেন দাউদ। তবে রাজন অন্যত্র পালিয়ে যাওয়ায় শেষমেশ তা ভেস্তে যায়। এএফপি

 

সর্বশেষ খবর