শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মেলাতে হবে বুলেট ও অস্ত্রের ব্যালাস্টিক প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে বুলেট ও অস্ত্রের ব্যালাস্টিক প্রতিবেদনের অপরিহার্যতার কথা বলছেন অপরাধ বিশ্লেষকরা। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্তে নিরপেক্ষতাকে সব ধরনের সন্দেহের বাইরে রাখতে বুলেট ও অস্ত্রের ব্যালাস্টিক প্রতিবেদন মিলিয়ে তা আদালতে উপস্থাপনের কথাও বলছেন তারা। প্রায় একই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি এখন শুধুই আমাদের দেশে সীমাবদ্ধ নয়। তদন্তে স্বচ্ছতা রাখার জন্য পুলিশের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার। এ ক্ষেত্রে যা যা করা দরকার পুলিশের উচিত তাই করা। যদিও পুলিশ এ হত্যাকাণ্ড নিয়ে সরকার, সাধারণ মানুষ এবং সিভিল সোসাইটি থেকে নানামুখী চাপে রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহ্ফুজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের জন্য আমাদের সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই অপরাধ তদন্ত বিভাগ থেকে বুলেটের ব্যালাস্টিক প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপিকে জড়িয়ে কথিত বড় ভাইয়ের গল্প বানানো আজগুবি ও কাল্পনিক। নিরপেক্ষ তদন্ত হলে বিএনপির কোনো নেতা-কর্মীরই এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে না।

সর্বশেষ খবর