শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সিসিটিভির আওতায় বিএনপি নয়াপল্টন কার্যালয়

নিজস্ব প্রতিবেদক

অবশেষে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। দলের পক্ষ থেকে গতকাল কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার ব্রিফিং রুম, মহাসচিবের রুম, দফতর বিভাগ, চতুর্থ তলায় ছাত্রদল অফিস ও নিচ তলায় মূল ফটকের সামনে ১০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। আজকালের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন হোটেল ভিক্টরি থেকে শুরু করে পূবালী ব্যাংক পর্যন্ত আরও অন্তত ৬টি সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহীন গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নিরাপত্তার কারণেই নয়াপল্টন কার্যালয়কে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। গত কয়েক দিনে বেশ কিছু অনাকাক্সিক্ষত ঘটনাও ঘটেছে। ১০টি ক্যামেরা লাগানো হয়েছে। আরও ৬টি আজকালের মধ্যেই লাগানো হবে।’ সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এর আগে ১৪ জুন একইভাবে নয়াপল্টন কার্যালয়ে দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদও হামলার শিকার হন। ২০১৪ সালে দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের ওপরও হামলার ঘটনা ঘটেছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশেই সিসিটিভি লাগানো হয়েছে।

সর্বশেষ খবর