সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আশঙ্কাজনক তারেক টুটুল রণদীপমের অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক

লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলায় আহত প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল ও লেখক রণদীপম বসুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এ ঘটনায় অপর আহত ব্লগার তারেক রহিমের অবস্থা এখনো ‘ভালো নয়’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তাদের তিনজনকেই গতকাল ওয়ার্ড থেকে হাসপাতালের কেবিন ব্লকে স্থানান্তর করা হয়েছে। তারেক রহিমকে ১৬ নম্বর, টুটুলকে ৪৮ নম্বর ও রণদীপমকে  ১৭ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়। গুরুতর আহত তারেক রহিমের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের পক্ষ থেকে ৯ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক এহসান মাহমুদ এই বোর্ডের প্রধান সমন্বয়ক হিসেবে তাকে চিকিৎসা সেবা প্রদান করবেন। শনিবার ঢাকার লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে টুটুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তিন হামলাকারী। এ সময় টুটুলের সঙ্গে থাকা তারেক রহিম ও রণদীপমকেও কোপানো হয়। রহিমের কোমরে গুলিও করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, টুটুল ও রণদীপমের অবস্থার উন্নতি হয়েছে। তবে রহিমের অবস্থা অপরিবর্তিত রয়েছে। শনিবার রাতেই তারেকের ধারালো অস্ত্রের ক্ষতস্থানগুলোতে অপারেশন করা হয়। তবে তার পেটে গুলি রয়েছে। সেটি অপারেশনের মাধ্যমে বের করার চেষ্টা চলছে। এ ছাড়া তার বাম হাতে ধারালো অস্ত্রের বড় একটি ক্ষত রয়েছে। এ কারণে তার হাতটিকে রাখা যাবে কি না তা এখনই বলা যাচ্ছে না। চিকিৎসকরা তার হাতটি রাখার আপ্রাণ চেষ্টা করছেন। তারেকের কব্জির কাছে বড় কোপের ক্ষত রয়েছে। গতকাল ঢামেক হাসপাতালের কেবিনের সামনে টুটুলের স্ত্রী রুণা বলেন, সকালে ভাঙা ভাঙা স্বরে কিছু কথা বলেছেন। তবে কী বলছেন, তা বোঝা যায়নি। এখন ঘুমাচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর