মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মির্জা ফখরুলকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ মঙ্গলবারের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আত্মসমর্পণের সময় চেয়ে করা আবেদনের শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার তিন মামলায় বিএনপি মহাসচিবকে আজ আদালতে আত্মসমর্পণ করতে হবে। এ ছাড়া ফখরুলের জামিন প্রশ্নে  হাইকোর্ট যে রুল জারি করেছিলেন দুই সপ্তাহের মধ্যে তা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ১৩ জুলাই এ তিন মামলায় মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন আপিল বিভাগ। এর আগে ২৮ জুন পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটিসহ নাশকতার অপর তিন মামলায়ও হাইকোর্টের জামিন আপিল বিভাগ বহাল রাখেন। ফলে সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী ফখরুলের জামিনে মুক্তি পেতে আইনি বাধা দূর হয়। পরে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে চলে যান। দেশে ফিরে আবেদন জানিয়ে আত্মসমর্পণের মেয়াদ দুই দফা বাড়িয়ে নেন তিনি। ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর