শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

টাইমস্কেল সিলেকশন গ্রেড বহালের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

টাইমস্কেল সিলেকশন গ্রেড বহালের আশ্বাস

মন্ত্রিসভায় অনুমোদিত সরকারি চাকুরেদের নতুন বেতন কাঠামোতে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করা হবে। শুধু তা-ই নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল সচিবালয়ে নিজ দফতরে প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের সংগঠন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আশ্বাস দেন। অর্থমন্ত্রী বলেন, সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে। ‘আমি এটুকুই বলতে চাই, এখানে বৈষম্য আছে, সব সমস্যা সমাধান করা যাবে না। একটা ক্যাডার আছে, তাদের ২২ হাজার সদস্য। কিন্তু গ্রেড ১, ২ ও ৩-এ পদ আছে মাত্র সাতটা। এটা একটা সমস্যা না? কীভাবে পদায়ন করছে, ২২ হাজার লোক সাত পদে যাবে। এগুলোও তো একটু আনফেয়ার (অস্বচ্ছ)।’ তিনি বলেন, ‘পে-কমিশন কিছু সুপারিশ করেছে, সে অনুযায়ী আমরা বলেছিলাম, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড থাকবে না। কিন্তু এ নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ জন্য এখন সবার সঙ্গে আলাপ করে এবং যারা নীতিনির্ধারক আছেন, তাদের সঙ্গে আলাপ করা হবে। তিনি বলেন, এটি তিনি একা করেননি। এটি কেবল অর্থমন্ত্রী করেন না। এটি খুবই গুরুত্বপূর্ণ। সবাই মিলে আলাপ করে ঠিক করা হবে।

সর্বশেষ খবর