শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রথম ম্যাচ বলেই বাড়তি সতর্কতা

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে

মেজবাহ্-উল-হক

প্রথম ম্যাচ বলেই বাড়তি সতর্কতা

ট্রফি হাতে গতকাল দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও এলটন চিগুম্বুরা

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কিন্তু গতকাল অনুশীলনের জন্য টাইগারদের পাঠানো হয়েছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন কেন মূল ভেন্যুতে অনুশীলন না করিয়ে অন্যখানে? বিষয়টি নিয়ে কিছুটা যেন বিব্রত মাশরাফিও! তবে মনোযোগটা যাতে কোনো ক্রমেই ম্যাচের বাইরের কোনো ঘটনায় প্রভাবিত না হয় সেদিকে সতর্কই ছিলেন টাইগার দলপতি।

প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ায় জিম্বাবুয়ের বিরুদ্ধে আজকের ম্যাচ নিয়ে একটু বেশিই সাবধান টাইগাররা। তা ছাড়া সিরিজের প্রথম ওয়ানডে বলেই টাইগারদের বাড়তি সতর্কতা। যে কোনো সিরিজে প্রথম ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ের জন্য ম্যাচটি রীতিমতো চ্যালেঞ্জিং। কেননা আফগানিস্তানের কাছে ওয়ানডে ও টি-২০ সিরিজে পরাজয়ের পর সফরকারীদের ওপর চাপটা অনেক বেড়ে গেছে। তাই প্রস্তুতি ম্যাচে জয়ের পরও গতকাল সংবাদ সম্মেলনে জিম্বাবুইয়ান অধিনায়ক এল্টন চিগুম্বুরা চিন্তিতই মনে হয়েছে। যদিও প্রস্তুতি ম্যাচে ফল নিয়ে হতাশা কিংবা আত্মতুষ্টির কিছু নেই। কারণ রেকর্ডবুকে কোথাও লেখা থাকবে না এই পরিসংখ্যান। তবে প্রস্তুতি ম্যাচে শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রতিপক্ষের দুর্বলতা ও শক্তিমত্তা সম্পর্কে অবহিত হওয়া যায়। তাই প্রস্তুতি ম্যাচকে পোস্টমোর্টেম করেই হয় তো আজকের পরিকল্পনা সাজাবেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। তবে প্রস্তুতি ম্যাচের নেতিবাচক ফল নিয়ে মাশরাফি উদ্বিগ্ন হলেও আজকের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী। শুধু তাই নয়, জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলাওয়াশের চিন্তার কথাও জানালেন নড়াইল এক্সপ্রেস। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা সিরিজ জয়ের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে শুধু সিরিজ জয়ে কি আর মন ভরবে? ছোট্ট একটা বাক্য দিয়েই কাল মাশরাফি ক্রিকেটারদের ভাবনাটা জানিয়ে দিলেন, ‘সবাই তো হোয়াইটওয়াশের কথাই ভাবছে।’ তবে কাজটি যে মোটেও সহজ নয়, প্রস্তুতি ম্যাচে হারের প্রসঙ্গ এনে সে কথাও বুঝিয়ে দিয়েছেন ম্যাশ। আফগানদের কাছে বিধ্বস্ত হওয়ার পর প্রস্তুতি ম্যাচে জয়টা জিম্বাবুয়ের কাছে যেন কূপে আটকে শ্রমিকের হঠাৎ অক্সিজেনের সন্ধান পাওয়ার মতো স্বস্তিদায়ক ঘটনা। কিন্তু অধিনায়ক এল্টন চিগুম্বুরার বাস্তব জ্ঞান বেশ প্রখর। টাইগারদের সাম্প্রতিক ফর্ম সম্পর্কে তিনি খুব ভালো করেই জানেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে জয়টা ছিল স্বস্তিদায়ক। কিন্তু বাংলাদেশ এখন ফর্মের তুঙ্গে। ঘরের মাঠে তারা আরও ভয়ঙ্কর। তাদের বিরুদ্ধে জয় পাওয়া খুবই কঠিন। আমি আমার সতীর্থদের একটা কথাই বলব, তোমরা ফল নিয়ে না ভেবে সামর্থ্যরে শতভাগ উজাড় করে খেল।’

সর্বশেষ খবর