বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

টিআইবির বিরুদ্ধে অ্যাকশন

নিজস্ব প্রতিবেদক

টিআইবির বিরুদ্ধে অ্যাকশন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আগে এনজিওগুলো বিদেশ থেকে পয়সা এনে গরিবদের মাঝে ওষুধ বিতরণ করত। এসব এনজিও ফুলেফেঁপে এমন পর্যায়ে এসেছে যে, এখন তারা সরকারের প্যারালাল হয়ে গেছে। দেশের মানুষ এমনকি সরকারকেও তারা ধরে খেতে চায়। তাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল  বাংলাদেশের (টিআইবি) বিরুদ্ধে সরকারকে অ্যাকশনে যাওয়ার সুপারিশ করেছে তার কমিটি। একই সঙ্গে সংসদের বেঁধে দেওয়া সময় তিন দিনের মধ্যে সংস্থাটি (টিআইবি) ক্ষমা না চাইলে কালক্ষেপণ না করে অতিদ্রুত তাদের (টিআইবির) কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি আরও বলেন, আমাদের অন্য কোনো এনজিওর বিরুদ্ধে অভিযোগ নেই। কেবলমাত্র টিআইবির বিরুদ্ধে অভিযোগ। টিআইবি সাম্প্রতিককালে যেসব কথা বলেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের সংসদকে নিয়ে এ ধরনের তামাশা করা বিশ্বের কোথাও নেই। সংসদ ‘পুতুল নাচের নাট্যশালা’ এটি কোনো প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক, কূটনৈতিক ভাষা নয়, একটা অশালীন ভাষা। কাউকে অপমান করার অধিকার তাদের কেউ দেয়নি। তিনি বলেন, সরকার যদি বিবেচনা করে যে, কোনো এনজিও সংসদ, রাষ্ট্র, বিচার বিভাগের বিরুদ্ধে অশালীন ও অবমাননাকর বক্তব্য দিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হবে। কমিটিও এটা বিবেচনা করছে।

সর্বশেষ খবর