বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির টেলিফোন

নিজস্ব প্রতিবেদক

বিছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের পাশে থাকায় গতকাল দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও ইন্ডিয়া) টুইটার পেজে দেওয়া এক বার্তায় মোদি এ ধন্যবাদ জ্ঞাপন করেন। ওই বার্তায় শেখ হাসিনাকে দীপাবলির শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল সকালে ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে দীপাবলির শুভেচ্ছা জানান। এ সময় দুই নেতা পারস্পরিক কুশলবিনিময় করেন।

বগুড়ায় যাচ্ছেন আজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বগুড়ায় আসছেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে বগুড়া সেনানিবাসে পৌঁছাবেন এবং ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে বেলা আড়াইটায় তিনি স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

সভাস্থলে ডিজিটাল ইলেকট্রনিক্স বোর্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী ৭৬৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ৩৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ৩৪৬ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ১৯টি প্রকল্পের উদ্বোধন এবং ৪২১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১৫টির ভিত্তিফলক স্থাপন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বগুড়ায় এখন সাজ সাজ রব। ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। বগুড়ার প্রবেশপথ চান্দাইকোনা থেকে বগুড়া শহর পর্যন্ত ৪০ কিলোমিটার মহাসড়কের ধাপে ধাপে লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বড় বড় তোরণ স্থাপন করা হয়েছে। শহরের প্রবেশদ্বার বনানী থেকে জনসভাস্থল আলতাফুন্নেছা খেলার মাঠ সাজানো হয়েছে বর্ণিল সাজে।

সর্বশেষ খবর