শিরোনাম
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগ একটি অনুভূতি

গোপালগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ একটি অনুভূতি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি অনুভূতি। আওয়ামী লীগ নেতা-কর্মীরা আদর্শের জন্য জীবন দিতে পারেন। আবার নেত্রীর জন্য জীবনও দিতে পারেন। গতকাল গোপালগঞ্জ শহরে শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথিও বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করে দেশ পরিচালনা করছেন। কিন্তু স্বাধীনতার বিপক্ষশক্তি পাকিস্তানের এজেন্ট খালেদা জিয়া আর পাকিস্তানের প্রেতাত্মা জামায়াত বর্তমান সরকারকে একটা মরণ কামড় দিতে চায়। তাই স্বাধীনতার স্বপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আবার একটি মুক্তিযুদ্ধ করতে হবে। এ যুদ্ধের মাধ্যমে যুদ্ধাপরাধীদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ড. আবদুর রাজ্জাক, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, হাবিবুর রহমান সিরাজ, আবদুর রহমান এমপি, এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, উম্মে রাজিয়া কাজল, মোল্লা মোহাম্মদ আবু কাওসারসহ জেলা নেতৃবৃন্দ। সম্মেলনে চৌধুরী এমদাদুল হক সভাপতি ও মাহাবুব আলী খানকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ জেলা কমিটির নাম ঘোষণা করা হয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর