শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এখন ডাঙায় বাঘ জলে কুমির আর আকাশে শকুন

নিজস্ব প্রতিবেদক

এখন ডাঙায় বাঘ জলে কুমির আর  আকাশে শকুন

খালেকুজ্জামান

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, জনগণের সামনে এখন ডাঙায় বাঘ, জলে কুমির আর আকাশে উড়ছে শকুন। তিনি গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাসদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৮তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তৃতা করছিলেন। বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক বজলুর  রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন প্রমুখ। খালেকুজ্জামান বলেন, ক্ষমতার মালিক জনগণকে দর্শকের সারিতে বসিয়ে চলছে ক্ষমতাকেন্দ্রিক রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস সহিংসতা, আবার কখনো কখনো পাতা হচ্ছে চক্রান্ত ষড়যন্ত্রের ফাঁদ। ক্ষমতার বৃত্তের বাইরে জনগণকে যত দূরে ঠেলে দেওয়া হচ্ছে, ততই দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠীর অপতৎপরতা জমজমাট হয়ে উঠছে। ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে একজনের অস্তিত্বকে আরেকজনের ধ্বংস সাধনের শর্ত করা হয়েছে। হত্যা-খুন, সন্ত্রাসসহ যে কোনো অপরাধের সঙ্গে সঙ্গে একে অপরের দিকে আঙ্গুল তুলছে, আর তাতে প্রকৃত অপরাধীরা বেশির ভাগ ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর