মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এগার দিনে গ্রেফতার ৫২৫৪ জন

মাহমুদ আজহার ও শফিকুল ইসলাম সোহাগ

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রবিবার রাত আড়াইটার দিকে গ্রেফতার করা হয় রাজশাহীর নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ হাসান   পিন্টুকে। একই অভিযোগে খুলনার ফুলতলা জামায়াতের আমির মাওলানা আকবর আলী মোড়লকে গ্রেফতার করা হয়। রবিবার মধ্যরাত থেকে গতকাল দিনভর পুলিশ-র‌্যাব-বিজিবির নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে সারা দেশ থেকে আটক করে ৪০৮ জনকে। এদের প্রায় সবাই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও সমর্থক। অবশ্য এর মধ্যে তালিকাভুক্ত আসামিও রয়েছে ক্ষুদ্র একটি অংশ। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধান অনুযায়ী ৫ নভেম্বর মধ্যরাত থেকে অভিযান চালিয়ে গতকাল পর্যন্ত বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ ৫ হাজার ২৫৪ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৬ নভেম্বর ৯৮, ৭ নভেম্বর ৭৯৮, ৮ নভেম্বর ৫২৫, ৯ নভেম্বর ৬৪৪, ১০ নভেম্বর ৭৫০, ১১ নভেম্বর ৬৬০, ১২ নভেম্বর ১১৩, ১৩ নভেম্বর ২৮৫, ১৪ নভেম্বর ৪৩৭, ১৫ নভেম্বর ৫১৬ ও গতকাল ৪০৮ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী ছাড়াও বেশ কিছু ‘নিরীহ’ মানুষও রয়েছেন। গ্রেফতার বাণিজ্যের অভিযোগও উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। এ প্রসঙ্গে গতকাল পুলিশের আইজি শহীদুল হক সাংবাদিকদের জানান, ‘পুলিশ কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করছে না। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে। যাদের বিরুদ্ধে ক্রিমিনাল রিপোর্ট রয়েছে, তাদেরই গ্রেফতার করা হচ্ছে।’ বিএনপির দাবি, গত ১১ দিনে দলের ৩ হাজারেরও বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জামায়াত দাবি করেছে, তাদের ৮ হাজারেরও বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচনকে ঘিরে সারা দেশে বিএনপি জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতারের খড়গ নেমে আসছে। সম্ভাব্য জনপ্রিয় প্রার্থীরা যাতে নিজ নিজ এলাকায় না থাকতে পারেন, সে জন্যই দেশজুড়ে চলছে ধরপাকড় অভিযান। তা ছাড়া বিএনপিকে সুসংগঠিত হতে দিতে চায় না সরকার। দেশজুড়ে চলা পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়কে ঘিরেও সরকার গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে বিএনপির কোনো কোনো নেতা মনে করেন। এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘গ্রেফতারি পরোয়ানা কিংবা সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই বিএনপি জোটের নিরীহ নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা যাতে অংশ না নিতে পারেন, সে জন্য সারা দেশে গণগ্রেফতার চলছে। এটা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।’  জামায়াতের দাবি ৮ হাজারের বেশি : গত ১১ দিনে ৮ হাজারেরও বেশি নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন বলে দাবি বিএনপি জোটের অন্যতম মিত্র জামায়াতে ইসলামীর। দলটির দায়িত্বশীল নেতাদের দাবি, ৫ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জামায়াত-শিবিরের ৮ হাজারেরও বেশি নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হলেন আরও ৪০৮ জন : বিভিন্ন মামলা এবং নাশকতামূলক তৎপরতার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে জামায়াত-বিএনপির নেতা-কর্মীসহ আরও ৪০৮ জন গ্রেফতার হয়েছেন। বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেফতার অভিযান চালানো হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৮৫, চাঁপাইনবাবগঞ্জে ২৪, সাতক্ষীরায় ৩৭, রাজশাহীতে ৩, রংপুরে ৬৯, খুলনায় ১, হবিগঞ্জে ৬, নড়াইলে ৪, ঝিনাইদহে ২৯, ফরিদপুরে ৩০, পটুয়াখালীতে ১, কুমিল­ায় ১১, বগুড়ায় ৪ এবং সিরাজগঞ্জে ১ জন গ্রেফতার হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ- চট্টগ্রাম : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা ও বিভিন্ন মামলার আসামি এবং মিরসরাইয়ে আশরাফ নামের এক ছাত্রশিবির নেতাসহ ১০৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া : বিএনপি ও জামায়াতের ৩২ নেতা-কর্মীসহ বিভিন্ন মামলায় ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রফিকুল ইসলামসহ (৪৮) ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ২১ জন ওয়ারেন্টভুক্ত এবং ৩ জন নিয়মিত মামলার আসামি রয়েছেন। রাজশাহী : মহানগরীর শাহ মখদুম থানার বায়া বাজার এলাকা থেকে পবার নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টুসহ দুজনকে আটক করেছে পুলিশ। রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে পিন্টুর বাড়ির পাশের বাঁশবাগান থেকে তাদের আটক করে যৌথ বাহিনী। নড়াইল : নড়াইল জেলা ছাত্রশিবিরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিরাজুল ইসলাম, হবখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল হোসেনসহ বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াকান্দর গ্রাম থেকে পাঁচটি পেট্রলবোমাসহ জামায়াতের দুই রোকনকে আটক করেছে পুলিশ। তারা হলেন ইউনুস আলী (৫২) ও নজরুল ইসলাম (৩৮)। এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৬, শৈলকুপা উপজেলার ২, মহেশপুরের ৩ এবং হরিণাকুণ্ডু, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন করে মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুর : ফরিদপুরের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৩০ জনকে আটক করা হয়েছে। বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ফরিদপুর শহরতলির গোবিন্দপুর থেকে ১৮ মামলার গ্রেফতারি পরোয়ানা ও ৫ মামলার সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম শেখকে আটক করা হয়। পটুয়াখালী : জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টিকে গতকাল গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। জেলা ছাত্রদল সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব জানান, রাজনৈতিক একটি মামলায় পুলিশ কোর্ট প্রাঙ্গণ থেকে তাকে ধরে নিয়ে যায়। কুমিল­া : কুমিল­ার মনোহরগঞ্জে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ওসি বিপুল চন্দ্র ভট্ট বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার অভিযোগ রয়েছে। বগুড়া : নাশকতা, ভাঙচুর ও বিস্ফোরকসহ ১৫ মামলায় অভিযুক্ত বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল গনি মণ্ডলসহ (৬২) ৪ জামায়াত-শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন হেলালও (৫৫) রয়েছেন। সিরাজগঞ্জ : সলঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিককে (৩৮) পুলিশ গ্রেফতার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, উল­াপাড়া ভ‚মি অফিসে আগুন দেওয়াসহ নাশকতার অভিযোগে দায়ের করা কয়েকটি মামলায় রফিক এজাহারভুক্ত আসামি। রংপুর : রংপুরে বিএনপি ও জামায়াত-শিবির নেতা-কর্মীসহ ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাত ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হবিগঞ্জ : চুনারুঘাটে রবিবার মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযানে ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুর রহমানসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর