বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নিজামীর শুনানি কার্যতালিকায়

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আপিলের পরবর্তী শুনানি আজ অনুষ্ঠিত হবে।

গতকাল ধার্য দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি  সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেন। অন্য বিচারপতিরা হচ্ছেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

নিজামীর করা আপিলের শুনানি শুরু হয় গত ৯  সেপ্টেম্বর। ওই দিন ৩ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন আপিল বিভাগ। বেঞ্চের একজন বিচারপতি অনুপস্থিত থাকায় ৩ নভেম্বর আপিলের শুনানি হয়নি। গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে তিনি ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বাতিল চেয়ে ও খালাসের আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতে আপিল করেন। ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর