বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পুরনো আইন বাতিল করতে হবে -- প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

পুরনো আইন বাতিল করতে হবে -- প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাজস্ব আইন যুগোপযোগী করতে এনবিআরকে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বন জানিয়ে বলেছেন, মরিচা ধরা আইন ঘষামাজা করে চলেছি। এর ৬০ শতাংশ আইন অপ্রচলিত। তাই পুরনো আইন বাতিল করতে হবে। আইন কমিশনকে শক্তিশালী করতে হবে। গতকাল রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড  (এনবিআর) আয়োজিত ‘রাজস্ব মামলার ব্যবস্থাপনা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) কার্যকারিতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা বিচার বিভাগ, করদাতা ও এনবিআরের দূরত্ব কমিয়ে আনতে চেয়েছি। তিনি বলেন, আমরা একে অন্যের দোষারোপ করি, কিন্তু কাজ করি না। অথচ আপসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে অর্থ ও সময় রোধ করা যায়। ১০০ জন বিচারপতির বিপরীতে ৩ লাখ ৮০ হাজার মামলা আছে। এত মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব নয়। তবে এডিআরে মামলা দ্রুত নিষ্পত্তি হবে। বর্তমানে সুপ্রিমকোর্টে বিচারাধীন মামলা এডিআরের মাধ্যমে (শালিসি পদ্ধতি বা বিকল্প বিরোধ নিষ্পত্তি) নিষ্পত্তি করা যেতে পারে। এ জন্য এডিআর ব্যবস্থার সংশোধন করে এটি সহজ করা দরকার। এ ক্ষেত্রে নিজের চেষ্টার কথা উলে­খ করে তিনি আমলাতান্ত্রিক জটিলতাকে বাধা হিসেবে তুলে ধরেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সদস্য হুসেইন আহমেদ ও মূল বক্তব্য উপস্থাপন করেন কর কমিশনার আলমগীর হোসেন। এ ছাড়াও বক্তব্য দেন এনবিআর সদস্য ফরিদ উদ্দিন, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ও পারভেজ ইকবাল। সেমিনারে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিচারপতি, আইনজীবী, ব্যবসায়ী নেতারা তাদের মতামত তুলে ধরেন। এ সময় মুখ্য সচিব আবুল কালাম আজাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সরকারের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর