বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আদালতের সিদ্ধান্তে কিছু বলার নেই

নিজস্ব প্রতিবেদক

আদালতের সিদ্ধান্তে কিছু বলার নেই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আদালতের কাছে আমরা আমাদের যুক্তি তুলে ধরেছি। আদালত আমাদের আবেদন গ্রহণ করেননি। খারিজ করে দিয়েছেন। আদালতের এই সিদ্ধান্তে আমার কিছু বলার নেই। গতকাল আপিল বিভাগ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের  (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। খন্দকার মাহবুব হোসেন বলেন, আদালতকে আমরা জানিয়েছি, সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তরে তৎকালীন পূর্ব পাকিস্তানে ছিলেন না। তিনি ওই সময় পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। এর অনুক‚লে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের সনদ ও আনুষঙ্গিক ডকুমেন্ট উপস্থাপন করেছিলাম। কিন্তু আদালত বলেছে, ওই সনদ সঠিক নয়। তিনি আরও বলেন, ট্রায়াল কোর্টে আমরা টেস্টিম্যুনিয়াল দিয়েছিলাম ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল সায়েন্সের পক্ষে। আমরা বলেছিলাম যেহেতু একটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান এই সার্টিফিকেট দিয়েছেন সেহেতু এটি যথেষ্ট। কিন্তু আপিল বিভাগ ট্রাইব্যুনাল বিষয়ে কোনো মন্তব্য দেননি। এবং আপিলে এই সার্টিফিকেট বিবেচনায়ও নেননি। খন্দকার মাহবুব বলেন, মুজাহিদকে কমান্ড রেসপনসিবিলিটি হিসেবে ফাঁসি দেওয়া যায় না। কিন্তু আদালত সেটা রাখেনি। আদালত আমাদের আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছেন।  এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, সাকা-মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কি না সেটা তাদের ওপর নির্ভর করবে। পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রায় কার্যকরের বিষয়টি রাষ্ট্রের ওপর নির্ভর করে। সরকার চাইলে রায় কার্যকর করতেও পারে, নাও করতে পারে। তবে রাষ্ট্র চাইলে তাদের ক্ষমাও করে দিতে পারে।

সর্বশেষ খবর