শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারতের নতুন হাইকমিশনার

কুটনৈতিক প্রতিবেদক

ভারতের নতুন হাইকমিশনার

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত হয়েছেন হর্ষবর্ধন শ্রীঙ্গলা। বর্তমানে থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা হর্ষবর্ধন ডিসেম্বরে ঢাকার কর্মস্থলে যোগ দেবেন। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের নাগরিক হর্ষবর্ধন ঢাকায় বর্তমান হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন। ভারত সরকারের এক বিজ্ঞপ্তিতে তার নিয়োগের কথা জানানো হয়েছে। জানা যায়, জ্যেষ্ঠ ক‚টনীতিক হর্ষবর্ধন শ্রীঙ্গলা ১৯৮৪-এর ব্যাচে ভারতের সরকারি কর্ম কমিশনে যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন। শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মিয়ানমারের রাজনৈতিক ইস্যুতে বিভিন্ন সময়ের স্পর্শকাতর ঘটনায় তিনি সাফল্যের সঙ্গে কাজ করেন। বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের সময় তিনি ভারতের যুগ্ম-সচিব হিসেবে কাজ করে সাফল্যের সঙ্গে দুই দেশের সমস্যার সমাধান করেন। বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণকে রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর