শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাকিস্তান তলব করবে বাংলাদেশ হাইকমিশনারকে

কূটনৈতিক প্রতিবেদক

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ইসলামাবাদের পররাষ্ট্র দফতর তলব করবে বলে সে দেশের পত্রিকার খবরে বলা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার পাকিস্তানের হাইকমিশনারকে তলবের পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের বিষয়ে ‘প্রতিবাদ ও উদ্বেগ’ জানাতে তাকে তলব করা হবে। গতকাল বিকালে যোগাযোগ করা হলে ইসলামাবাদ হাইকমিশনের এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানান, এখন পর্যন্ত হাইকমিশনার সোহরাব হোসেনকে ডাকা হয়নি। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, দেশটির আইনপ্রণেতারা বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে সর্বসম্মতিক্রমে ‘ত্রুটিপূর্ণ’ বলে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তব্য দিয়েছেন। এরপর এমএনএ শেখ আফতাব আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হবে। অবশ্য এমএনএরা বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করার পর গত রবিবার এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ওই উদ্বেগ প্রকাশ করা হয়। এই বিবৃতি প্রকাশের পর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে বাংলাদেশ। গত সোমবার দুপুরে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তার কাছে প্রতিবাদপত্র তুলে দেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমান। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিচার নিয়ে মন্তব্য করা নাক গলানোর শামিল।

সর্বশেষ খবর